Wednesday, December 17, 2025

‘নেতাজি’কে শেষ শ্রদ্ধা সচিনের, স্মরণসভায় অখিলেশের পাশে থাকার বার্তা কংগ্রেস নেতার

Date:

Share post:

গত মঙ্গলবারই উত্তরপ্রদেশের (Uttarpradesh) সাইফাইতে (Saifai) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) শেষকৃত্য (Funeral) সম্পন্ন হয়েছিল। প্রিয় ‘নেতাজি’-র (Netaji) শেষযাত্রায় (Last Journey) সামিল হয়েছিলেন হাজারো মানুষ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সহ দেশের একাধিক হেভিওয়েট রাজনৈতিক (Heavyweight) নেতা কর্মীরা মুলায়মকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত হয়েছিলেন। আর শনিবার প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার স্মরণসভায় (Commemoration) উপস্থিত হলেন দেশের তাবড় নেতা নেত্রীরা। উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সচিন পাইলট (Sachin Pilot), অভিনেতা তথা রাজনীতিবিদ রাজ বব্বর (Raj Babbar)। এছাড়াও এদিন প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের এক ঝাঁক নেতা কর্মী।

এদিন উত্তরপ্রদেশের সাইফাইতে মুলায়ম সিং যাদবের বাসভবনে গিয়ে প্রয়াত জননেতার ছেলে অখিলেশ যাদবকে পাশে থাকার বার্তা দেন সচিন, রাজ বব্বররা। ‘নেতাজি’র স্মৃতিচারণায় আবেগপ্রবণ (Emotional) হয়ে পড়েন অখিলেশ। পাশাপাশি এদিন পাইলট মুলায়ম সিং যাদবকে স্মরণ করে বলেন, ওনার আকস্মিক প্রয়াণ রাজনৈতিক জগতে বড় শূন্যতা তৈরি করেছে। উত্তরপ্রদেশের মতো একটি বড় রাজ্যে মুলায়ম সিং যাদব সাধারণ মানুষকে নিয়ে শুধুমাত্র একটি দল গঠন করেননি। বহুবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে দায়িত্বও সামলেছেন। ওনার নেতৃত্ব সবসময় আমাদের অনুপ্রেরণা জোগায়। তবে এদিনের স্মরণ সভায় রাজনৈতিক কোনও বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এই কংগ্রেস নেতা।

গত সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুলায়ম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। একাধিক শারীরিক অসুস্থতার কারণে গত ২২ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া জাতীয় রাজনীতিতে।

 

spot_img

Related articles

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...