Saturday, May 17, 2025

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) টুইট (Tweet) ঘিরে ফের সরগরম বাংলার রাজনীতি। ১৭ অক্টোবর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিন তিনি বিশেষ বিমানে হাসিমারায় যাবেন। সেখান থেকে যাবেন মালবাজারে। ১৭ অক্টোবর মালবাজারে তেসিমলায় একটি খামার বাড়িতে থাকবেন মমতা। খাবার বাড়িটি তৃণমূল (TMC) বিধায়ক তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের (Dulal Das)। এই নিয়েই জলঘোলা শুরু করেছেন শুভেন্দু।

টুইট করে শুভেন্দু লেখেন,
“যখন রাজ্য আর্থিক ভাবে প্রায় দেউলিয়া, ডিএ দিতে পারছে না সরকার। রাস্তা সারাই হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। তখন তৃণমূল বিধায়ক দুলাল দাসের রিসর্ট সরকারি টাকায় সারানো হচ্ছে। কারণ রাজ্যের ভিভিআইপি গেস্ট সেখানে থাকবেন। এটা কি ঠিক হচ্ছে?” শুভেন্দু অধিকারীর অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন দুলাল দাস।

শুভেন্দুর অভিযোগের উত্তরে তৃণমূল মুখপাত্র বলেন, নিম্ন রুচির রাজনীতি করতে করতে নিম্নগামী মানসিকতা হয়ে যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী কারও নিমন্ত্রণে কারও বাড়ি যান সেটা নিয়েই রাজনীতি হচ্ছে! আর মুখ্যমন্ত্রী কোথাও গেলে নিরাপত্তার কারণে সেখানে বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা করাটাই নিয়ম। সেই নিরাপত্তাজনিত কাজই সেখানে হচ্ছে। শকুনের রাজনীতি করছে বিজেপি। এরপরে যখন শুভেন্দু অধিকারী কোথাও ব্যক্তিগত আমন্ত্রণে যাবেন, তখন তাঁর শুট-বুট পরা, বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের বাড়তে বন্ধ করে রেখে হেঁটে যাবেন, বুঝবেন কত ধানে কত চাল। তীব্র কটাক্ষ তৃণমূলের।

আরও পড়ুন- টাকার দাম কমেনি, বেড়েছে ডলারের দাম! ওয়াশিংটনে ‘আজব দাবি’ নির্মলার

 

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version