Sunday, August 24, 2025

মানিক ঘনিষ্ঠ তাপসের সংস্থায় কাজ করতেন কামদুনির “প্রতিবাদী” মৌসুমি! কেমন অভিজ্ঞতা তাঁর?

Date:

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর ও চমকদার তথ্য উঠে আসছে। এবার আরও এক চমক। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের সংস্থায় কাজ করতেন কামদুনির “প্রতিবাদী” বধূ মৌসুমী কয়াল। তিনি নিজেই একথা জানিয়েছেন। একইসঙ্গে ওই সংস্থায় কাজ করার তিক্ত অভিজ্ঞতার কথাও জানিয়েছেন মৌসুমি।

আরও পড়ুন:পার্থর বাড়ি, অর্পিতার ফ্ল্যাটেই নিয়োগ দুর্নীতির ব্লু-প্রিন্ট তৈরি হতো, আসতেন মানিক

প্রায় আড়াই বছর আগে একটি যোগাযোগের মাধ্যমে তাপস সংস্থায় কাজে যোগ দেন মৌসুমি কয়াল। এক ব্যক্তির মাধ্যমে তাপসের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তাপস কামাখ্যায় তাদের আশ্রমেও ঘুরতে যেতে বলেন মৌসুমিকে। সেখানেও গিয়েছিলেন কামদুনির “প্রতিবাদী” বধূ।

এরপর পরিচয় যখন গাঢ় হয়, তখন তাপস মণ্ডল মৌসুমিকে তাঁর একটি সংস্থায় কাজে যোগ দিতে বলেন। তাপস মৌসুমিকে জানিয়ে ছিলেন, তাঁদের প্রোজেক্টের কিছু কাজ চলে, সেগুলো দেখাশুনো করলে ভালো হয়। সেই সময় মৌসুমি সহ ১৪ থেকে ১৫ জন কাজে যোগদান করেন। কিন্তু নিয়মিত কাজ করার পরেও প্রায় ৫ মাস বেতন পেয়ে চাকরি ছেড়ে দেন সকলে।

মৌসুমি আরও জানিয়েছেন, তিনি যখন মহিষবাথানে তাপস মণ্ডলের মিনার্ভা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টে কাজ করতেন তখন ওই সংস্থার উদ্যোগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মানিক ভট্টাচার্য। সেখানে মানিকের সঙ্গেও তাঁর পরিচয় হয়। শুধু তাই নয়, ওই সংস্থায় আসা-যাওয়া ছিল মানিকের।

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...
Exit mobile version