Wednesday, November 5, 2025

Aryan Khan Case: আরিয়ানের তদন্তে ‘অনিয়ম’ হয়েছিল, জানাল মাদকবিরোধী সংস্থা

Date:

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলেকে ড্রাগ-অন-ক্রুজ মামলাতে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। তিন সপ্তাহেরও বেশি সময় গারদে থাকার পর জামিনে মুক্তি পান আরিয়ান খান (Aryan Khan)। এই ঘটনার প্রায় আট মাস পরে আরিয়ান খানকে (Aryan Khan) সব অভিযোগ থেকেই মুক্তি দেওয়া হয়। NCB কার্যত স্বীকার করে নেয় যে তাঁরা আরিয়ানসহ পাঁচ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ খুঁজে উঠতে পারেননি। সে কারণেই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয় বাদশা পুত্রকে। ঘটনার আঁচ কমতে না কমতেই ফের শিরোনামে আরিয়ান। তাঁর কেসে অনিয়ম হয়েছিল বলে এবার দাবি তুলল এক মাদকবিরোধী সংস্থা।

আরিয়ান খান যেহেতু প্রভাবশালী এক ব্যক্তির ছেলে, তাই স্বভাবতই তাঁর কেসের ক্ষেত্রে অনৈতিকতার অভিযোগের তদন্তের জন্য এনসিবি (NCB) একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। সেই টিমের একটি রিপোর্ট মঙ্গলবার দিল্লির সদর দফতরে পৌঁছেছে। তার সূত্র ধরেই একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। তদন্তে দেখা গেছে যে মামলায় অনেক অনিয়ম ছিল। পাশাপাশি তদন্তের কর্মকর্তাদের উদ্দেশ্য নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখা গেছে তদন্তের অংশ হিসাবে ৬৫ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। আর সেখানেই কেউ কেউ তিন থেকে চারবার তাঁদের বক্তব্য পরিবর্তন করেছেন। আরিয়ান খানের বিরুদ্ধে মামলা ঠেকাতে কিকব্যাকের (Kick Back) দাবি করা হয়েছিল, কিন্তু তা প্রমাণিত হয়নি। তদন্তে আরও কিছু মামলার তদন্তের ত্রুটিও উন্মোচিত হয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।

আরও পড়ুন- এক দেশে বিভিন্ন আইন জাতীয় ঐক্যের পরিপন্থী: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আদালতে হলফনামা কেন্দ্রের

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version