Thursday, August 21, 2025

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিনি। ঘোষণা আগেই হয়েছিল, মঙ্গলবার পড়ল সরকারি শিলমোহর। বিসিসিআইয়ের এর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হল ভারতের প্রাক্তন এই বিশ্বকাপারের নাম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর নতুন বোর্ড সভাপতি হিসাবে অনেক আগেই রজার বিনির নাম প্রস্তাব করা হয়। মঙ্গলবার ছিল বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর সরকারিভাবে বোর্ড সভাপতি হিসাবে ঘোষণা করা হল রজার বিনির নাম। বোর্ড সচিব থাকলেন জয় শাহ। বোর্ডের নতুন কোষাধ‍্যক্ষ হলেন আশিস শেলার।

 

কর্ণাটক ক্রিকেট অ‍্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তা খারিজ হয়ে যায়। ফলে সৌরভের জায়গায় বিনির বসা ছিল সময়ের অপেক্ষা। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এবং তাঁর উত্তরসূরিকে কাজ বুঝিয়ে দিতে গতকালই মুম্বই রওনা দেন সৌরভ বোর্ডের প্রাক্তন সভাপতি।

রজার বিনি হলেন একমাত্র প্রার্থী যিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি পদে বসলেন। ৬৭ বছরের বিনি ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন তিনি। এবার গোটা দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তাঁর কাঁধে।

এদিকে এদিনের বৈঠকে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসির নির্বাচনে লড়বেন কিনা, সেটা নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। বোর্ডের বৈঠকের এজেন্ডায় ৮ নম্বরে রাখা হয়েছিল আইসিসির নির্বাচনের ইস্যুটি। কিন্তু সূত্রের খবর, এদিনের বৈঠকে সেসব নিয়ে কোনও আলোচনাই হয়নি।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটের নতুন অধিনায়ক প‍্যাট কামিন্স

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version