Wednesday, November 5, 2025

আমাদের জন্যই জমিরক্ষা আইন আনতে বাধ্য হয়েছে কেন্দ্র: সিঙ্গুর ইস্যুতে ফের সরব মমতা

Date:

“টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে”। মালবাজারে মুখ্যমন্ত্রীর(Chief Minister) এই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরা যখন কুৎসা শুরু করেছে ঠিক সেই সময় পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সিঙ্গুর আন্দোলন(Singur Protest) প্রসঙ্গে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, “আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না। আমাদের এই আন্দোলনের জন্যই জমিরক্ষা আইন আনতে বাধ্য হয়েছে ভারত সরকার।”

বৃহস্পতিবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে সিঙ্গুর ইস্যুতে সিপিএম ও টাটাদের একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনারা তাপসী মালিকের মতো মেয়েকে পুড়িয়ে মেরেছেন। কৃষকদের পুড়িয়ে মেরেছেন। টাটারা তো আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল নির্বাচনের সময়। আমরা কোনওদিন কিছু বলিনি।” এরপরই তিনি বলেন, “আমাদের একটাই দাবি ছিল জোর করে কৃষকদের দোফসলি, তিনফসলি জমি নেওয়া যাবে না। আমাদের এই আন্দোলনের জন্যই জমি রক্ষা আইন আনতে বাধ্য হয়েছে ভারত সরকার। আমরা বাংলায় আজও যদি কিছু করি, সব সময় আগে জমি দাতাদের কথা শুনি।”

এরপর রাজ্যে নয়া আইন মেনে জমি নেওয়ার পদ্ধতির উদাহরণ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে দেউচা-পচামীর সঙ্গে তুলনা করছেন। দেউচার প্রজেক্টে কয়েক লক্ষ ছেলেমেয়ে চাকরি পাবে। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা কেন্দ্র। গর্ব হওয়া উচিত। আমরা ইতিমধ্যেই প্রায় কয়েকশো ছেলেমেয়েদের চাকরি দিয়েছি ওখানে। তাঁদের বাড়ি করে দেওয়া হচ্ছে। এই শনিবার আরও তিনশো ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয়।” রাজ্যের শিল্পনীতির উদাহরণ টেনে তিনি আরও জানান, “আমরা জঙ্গলমহল সুন্দরী, ৭২ হাজার কোটি টাকার প্রজেক্ট করছি। ডানকুনি থেকে পানগড়, পানগড় থেকে রঘুনাথপুর পর্যন্ত ট্রেড করিডর হচ্ছে।”

একসুরে কেন্দ্রের মোদি সরকার ও রাজ্যের বিরোধীদের তোপ দেগে তিনি আরও বলেন, “ভারতবর্ষে ৪০ শতাংশ বেকার বেড়েছে। কর্মসংস্থান কমেছে। সেখানে বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়ে গিয়েছে। ৪০ শতাংশ দারিদ্রতা কমে গিয়েছে। আগামীতে আরও হবে। দেখতে থাকুন। ওরা দেখবে আর লুচির মতো ফুলবে। ফানুসের মতো উড়ে যাবে। করার ক্ষমতা নেই বড় বড় কথা।” প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার শহরে ফিরে চারটি ক্লাবের পুজো উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেগুলি হল, জানবাজার সম্মিলিত কালী পুজো, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, ইন্ডিয়ান ক্লাব ও ভেনাস ক্লাব।

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version