Saturday, November 8, 2025

ফের ইরান: স্কুলে ধর্মীয় নেতার স্তুতিগান না গাওয়ায় ছাত্রীকে পিটিয়ে খুন

Date:

সঠিকভাবে হিজাব না পরায় নীতি পুলিশের মারে মাহশা আমিনের মৃত্যুকে ঘিরে উত্তাল ইরান। লাগাতার চলছে হিজাব বিরোধী বিক্ষোভ। এরই মাঝে এক স্কুল ছাত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তার অপরাধ, স্কুলের মধ্যে নিরাপত্তা বাহিনীর নির্দেশমতো ইরানের ধর্মীয় নেতা আয়তুল্লার স্তুতিগান গায়নি। আর এই ঘটনায় ইরানের বিক্ষোভ পরিস্থিতির আগুনে ঘি পড়লো বলে মনে করা হচ্ছে। বছর ষোলোর মৃত ওই ছাত্রীর নাম আসরা পানাহি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, ইরানের উত্তর-পশ্চিমে আরদাবিল শহরে গত সপ্তাহে শাহিদ উচ্চ বিদ্যালয়ে হানা দিয়েছিল নিরাপত্তা বাহিনী। এর পরই শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রীদের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলি খোমেনেইয়ের প্রশংসাসূচক একটি গান গাইতে বাধ্য করা হয় বলে অভিযোগ। বহু ছাত্রীই ওই গান গাইতে অস্বীকার করে। তার জেরেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ। জখম অবস্থায় আসরাকে হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার তার মৃত্যু হয়। আর মৃত্যুর বিষয়ে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ‘দ্য কোঅর্ডিনেটিং কাউন্সিল অফ ইরানিয়ান টিচার্স ট্রেড অ্যাসোসিয়েসন্স’।

যদি ওই ছাত্রীর মৃত্যুর দায় নিতে অস্বীকার করেছে ইরান প্রশাসন। পাশাপাশি ছাত্রীর এক আত্মীয়ের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কাকতালীয়ভাবে মাহশার ক্ষেত্রেও একই দাবি করা হয়েছিল। উল্লেখ্য ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয়েছিল বছর বাইশের তরুণী মাহশা আমিনির। অভিযোগ ঠিকমতো হিজাব না পরায় তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এরপর পুলিশি অত্যাচারে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। গোটা ঘটনায়ক হবে ফুঁসে উঠেছে ইরানের মহিলারা নিজেদের চুল কেটে হিজাব পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এই বিক্ষোভে অংশ নিয়ে ইরান পুলিশের গুলিতে ইতিমধ্যেই বহু মহিলার মৃত্যু হয়েছে। এরই মাঝে ফের এই ঘটনা ইরানের বিক্ষোভের আগুন আরো বাড়িয়ে তুলবে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version