Thursday, August 21, 2025

ন্যায্য আন্দোলনকারীদের ভালবাসি: বার্তা মুখ্যমন্ত্রীর, সল্টলেকের বিক্ষোভ ‘অবৈধ’ বলে মন্তব্য গৌতমের

Date:

Share post:

তিনি নিজে আন্দোলনে থেকে উঠে এসেছেন। সেই কারণে তিনি আন্দোলনকারীদের বিরোধী নন। বৃহস্পতিবার, উত্তরবঙ্গ (North Bengal) সফর সেরে ফিরে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, জানালেন ‘‘আন্দোলনকারীদের আমি ভালবাসি। যাঁরা ন্যায্য আন্দোলন করছেন তাঁদের।’’ পাশাপাশিই বলে দিলেন, ‘‘এই নিয়ে যা বলার, ব্রাত্য বলবে।’’ এদিন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালও (Goutam Paul) সাংবাদিক বৈঠক করে বলেন ‘‘আন্দোলনকারীদের আমি বারবার অনুরোধ করেছি আপনারা যে দাবি করছেন তা বৈধ নয়। নিজেদের শরীরকে এভাবে কষ্ট দেবেন না। আমাদের হাতে পদ তৈরির ক্ষমতা নেই। আর আমাকে কোনও বেআইনি কাজ করতে বাধ্য করা হলে আমারও অনশনে বসার অধিকার রয়েছে। আমরা আইনের পথে থাকব।‘‘

সোমবার থেকে ২০১৪ সালের TET উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্তেরা সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে আন্দোলন করছেন। তাঁদের দাবি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ না নিয়েই চাকরি দিতে হবে। তাঁদের একাংশ আমরণ অনশনও শুরু করেছেন। কিন্তু পর্ষদের নতুন সভাপতি স্পষ্ট জানিয়েছেন, টেট উত্তীর্ণদের নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আইনের পথেই তাঁদের চাকরি দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা পর্ষদে ২৬৯ জনের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এই বিষয়টি উল্লেখ করে এদিন মমতা বলেন এই বিষয়টি নিয়ে তিনি খুশি। ‘‘কোর্টে কেস চলছে। কোর্টের অর্ডারকেও সম্মান দিচ্ছি। তাই কিছু বলছি না। আমি তো চাই, কারও চাকরি যেন না যায়। সকলের চাকরি থাকুক। আমি খুশি যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে।’’

এনিয়ে গৌতম পাল বলেন, ’’২০১৪ বা ২০১৭-র টেট উত্তীর্ণদের আমাদের কাছে কোনও ফারাক নেই। সবাই আমাদের চোখে সমান। সবাইকে গোটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কোনও নির্দিষ্ট বছর টেট উত্তীর্ণদের বাড়তি নম্বর দেওয়ার কোনও সুযোগ নেই।’’

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...