Monday, August 25, 2025

ঘুর পথে বাংলা ভাগের ষড়যন্ত্র: বাংলা-বিহারের অংশ নিয়ে নয়া কেন্দ্রশাসিত অঞ্চল!

Date:

বাংলাকে ভাঙার নানা ষড়যন্ত্র করেছে বিজেপি (BJP)। কিন্তু বাংলার একতার কাছে হার মেনে এখন কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করে বাংলা ভাগের নয়া ফন্দি আঁটছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)! সূত্রে খবর, বাংলা ও বিহারের মোট ১২০টি বিধানসভা কেন্দ্র নিয়ে নয়া কেন্দ্রীয়শাসিত অঞ্চল তৈরি করতে চায় কেন্দ্রের বিজেপি সরকার।

কিছুদিন আগেই বাংলা ও বিহারের বেশ কিছু অঞ্চল পরিদর্শন করেন অমিত শাহ। গিয়েছিলেন বিহারে কিষাণগঞ্জ ও বাংলার জলপাইগুড়ির বেশ কিছু জায়গায়। এরপরেই এই বিষয়ে পদক্ষেপ করতে আধিকারিকদের নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, বাংলার ৮০টি ও বিহারের ৪০টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই নয়া কেন্দ্রীয়শাসিত অঞ্চল গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বারবারই বিজেপি মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা নেতারা বাংলা ভাগের দাবি তোলেন। কখনও উত্তরবঙ্গ আবার কখনও পশ্চিমাঞ্চলকে ভাগ করে দেওয়ার ফিকির তোলেন তাঁরা। কিন্তু বাংলায় একতা ও সম্প্রীতির বাতাবরণ। ফলে এইভাবে রাজ্যকে ভাগ করার প্রস্তাবের জেরে এরাজ্যে গেরুয়া শিবিরই একঘরে। অভিযোগ, এবার কেন্দ্রের ক্ষমতা প্রয়োগ করেই নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে বিজেপি। যেখানে বাংলার তৃমমূলের সরকারের উন্নয়নমূলক কাজের ছোঁয়া পৌঁছচ্ছে রাজ্যের কোণায় কোণায়- সেখানে হঠাই এই সিদ্ধান্ত কেন? বিহারও সম্প্রতি হাত ছাড়া হয়েছে পদ্মশিবিরের। তাদের হঠিয়ে RJD-র সঙ্গে গাঁটছড়া বেধেছে নীতিশের JDU। এই কারণে এই দুটি রাজ্যকে দুর্বল করতেই এই চাল চালতে চাইছেন শাহ! ২০২৪-এর লোকসভা নির্বাচনের বাংলা ও বিহারে যে তাঁদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তা বুঝতে পেরেছে পদ্মশিবির। সেই কারণেই এই দুটো রাজ্যের অংশ নিয়েই এই কেন্দ্রীয়শাসিত অঞ্চল করার ষড়যন্ত্র বলে মত বিশেষজ্ঞ মহলের।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version