Monday, August 25, 2025

Plasma Scam: প্লাজমার প্যাকেটে মুসাম্বির রস! যোগী রাজ্যে রোগী মৃ*ত্যু ঘিরে তোলপাড়

Date:

যোগী (Yogi Government) রাজ্যে মারাত্মক কাণ্ড। ডেঙ্গি রোগীকে প্লাজমা (Plasma) দেওয়ার বদলে দেওয়া হল মুসাম্বি ফলের রস। ঘটনার কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়া (Social media) উত্তাল হয়। রোগীর পরিবারের অভিযোগ, প্লাজমার বদলে মুসাম্বির রস দেওয়ার কারণেই ডেঙ্গি (Dengue) আক্রান্ত ব্যক্তির মৃ*ত্যু হয়েছে উত্তর প্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজে। বিষয়টি জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ফের প্রকাশ্যে আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের অপদার্থতার ছবি।

যত দিন যাচ্ছে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। উত্তরপ্রদেশের অবস্থা তথৈবচ।জমা জলে মশার যত বংশবৃদ্ধি হচ্ছে, লাফিয়ে লাফিয়ে ততই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি আক্রান্ত ব্যক্তিকে ভুয়ো প্লাজমা দেওয়ার অভিযোগ যোগী রাজ্যে। উত্তর প্রদেশের প্রয়াগরাজের ঝালওয়া অঞ্চলের একটি হাসপাতালে গত ১৭ অক্টোবর থেকে ভর্তি ছিলেন ডেঙ্গি আক্রান্ত এক ব্যক্তি। গত ১৯ অক্টোবর হঠাৎ তাঁর মৃ*ত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্লাজমার পাউচের ভিতরে ভরা রয়েছে মুসাম্বির রস। সেই রসই রোগীর হাত দিয়ে প্রবেশ করানো হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, এবার সরাসরি প্লাজমা নিয়েই জালিয়াতি চক্রের অভিযোগ উঠল। ফের যোগী রাজ্যের সরকারের অপদার্থতার ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনা আর নিন্দার ঝড় সর্বত্র। মানুষের জীবনের কোনও মূল্য নেই বিজেপি শাসিত রাজ্যে তা ফের প্রমাণিত। ঘটনায় যোগী রাজ্যের স্বাস্থ্য দফতরের দায়িত্বজ্ঞানহীনতার যে পরিচয় মিলল তাতে ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করছেন সকলেই। এই অভিযোগ পাওয়ার পরই উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক গোটা ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। গ্লোবাল হসপিটাল (Global Hospital and Trauma Centre) অ্যান্ড ট্রমা সেন্টার নামক ওই হাসপাতালটি বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালে যে সমস্ত রোগীরা ভর্তি ছিলেন, তাদের ইতিমধ্যেই অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version