Saturday, May 3, 2025

কালীপুজোয় ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে সুন্দরবনে

Date:

আলোর উৎসবকে মাটি করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone) । যার অভিমুখ কিছুটা বাংলার (West Bengal) দিকে। ফলে ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই উপকূলীয় জেলাগুলিতে (Coastal District) সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা (Disaster management) থেকে বিদ্যুৎ ও সংশ্লিষ্ট দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সর্বশেষ যে পূর্বাভাস দিয়েছে, সেখানে তারা জানাচ্ছে সরাসরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সুন্দরবন (Sundarban) এলাকার ওপর। আগামী ২৪ ও ২৫ তারিখের মধ্যে অর্থাৎ কালীপুজোর ঠিক পরেরদিন বাংলাদেশ (Bangladesh) এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে। এই ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে। তাই সুন্দরবনের ফেরি সার্ভিস (Ferry Service) বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ২৪ এবং ২৫ তারিখ।

আন্দামান সাগরে ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটিই নিম্নচাপ রূপেই আন্দামান সাগরের ওপর অবস্থান করছে। এটি প্রথম অবস্থায় উত্তর-পশ্চিম দিকে ২২ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। ২৩ তারিখ নাগাদ যা অতিগভীর নিম্নচাপের রূপ নেবে। এরপর থেকে এটি বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে ২৪ তারিখ। ২৫ তারিখ নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসবে কিন্তু অবস্থান করবে সমুদ্রের উপরেই। এই সিস্টেম থেকে ২৪ এবং ২৫ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং এখানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

যেহেতু উত্তর বঙ্গোপসাগর উপর এই সিস্টেমটি থাকবে তাই উপকূলের জেলা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ২৪ তারিখ হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে। ২৫ তারিখ দুই ২৪পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ অনেকটাই বেড়ে হবে ৯০ থেকে ১০০ কিলোমিটার। কলকাতায় ২৪ তারিখে হালকা বৃষ্টি এবং ২৫ তারিখে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকা হাওড়া, হুগলি এইসব জায়গায় হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

সতর্কতা হিসাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যাঁরা ইতিমধ্যেই গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে ২৪ ও ২৫ তারিখ। কালীপুজোয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

 

Related articles

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...
Exit mobile version