Thursday, November 13, 2025

ভারত-পাক মহারণে কি ভিলেন বৃষ্টি ? কী বলছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর?

Date:

বেজে গিয়েছে টি-২০ বিশ্বকাপের দামামা। রবিবার ভারত-পাকিস্তান মহারণ। রবিবার মেলবোর্নের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে বাবর আজমদের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার দল। তবে তার আগে চিন্তার ভাঁজ সমর্থকদের মধ‍্যে। এই ম্যাচের সবচেয়ে বড় চিন্তার বিষয় আবহাওয়া।বৃষ্টির জন‍্য ভেস্তে যাবে না তো এই হাইভোল্টেজ ম‍্যাচ। এখনও পযর্ন্ত যা খবর তাতে কিছুটা স্বস্তি পেতে পারেন ভারত এবং পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। স্বস্তি পেতে পারেন টি-২০ বিশ্বকাপের এই ম্যাচের দিকে তাকিয়ে থাকা আইসিসি কর্তারাও। কারণ, শনিবার অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমেছে।

মেলবোর্নে অবিরাম বৃষ্টি হচ্ছিল। সেই সঙ্গে মেলবোর্নে ২৩ অক্টোবর অর্থাৎ ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ছিল। গত শুক্রবারও অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছিল, রবিবার মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। তবে মেলবোর্নের সর্বশেষ আপডেট যদি দেখা যায়, তবে ভক্তদের চিন্তা কিছুটা কমে যাবে বলেই মনে করা হচ্ছে। কারণ মেলবোর্নে বৃষ্টি থেমে গিয়েছে।সূর্যও দেখা গিয়েছে। আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানান হয়েছে। তবে সারা দিন মেঘাচ্ছন্ন থাকবে মেলবোর্ন। দুপুরের পর ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে হাওয়া বইবে। রবিবার মেলবোর্নের বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ।

এদিকে আজ সকালে মেলবোর্ন স্টেডিয়ামে অপশনাল অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল। দলের প্রধান শক্তি বাবর আজম এবং অন্যান্যরা মেলবোর্নের মাঠে ফিল্ডিং অনুশীলন করবেন সন্ধ্যা বেলায় কৃত্রিম আলোয়। অন্যদিকে জানা যাচ্ছে মেলবোর্নে অনুশীলন সারছে ভারতীয় দল।

আরও পড়ুন:সেরা চার দল বেছে নিলেন সৌরভ, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতদের বিরাট বার্তা মহারাজের

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version