Thursday, August 21, 2025

টাটারা সিঙ্গুর ছেড়ে যাওয়ার জন্য দায়ী তৎকালীন বামফ্রন্ট সরকার, বলছে সিঙ্গুরবাসী

Date:

সুমন করাতি, হুগলি

সিঙ্গুর, জমি আন্দোলনের অন্যতম পীঠস্থান। টাটাকে ডেকে এনে উর্বর এই কৃষি জমির সর্বনাশের পিছনে দায়ী সিপিএম। সম্প্রতি এমনই অভিযোগ জানালেন, সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম কৃষক নেতা দুধ কুমার ধারা। তিনি জানান, মুখ্যমন্ত্রী যা বলেছেন ঠিকই বলেছেন। সিঙ্গুরের শিল্প নিয়ে চাষিদের সঙ্গে আলোচনা করে করা হয়নি। জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছে। নষ্ট করে দেওয়া হয়েছে উর্বর কৃষি জমি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জমি অধিগ্রহণের কোনও নিয়মই মানা হয়নি বাম আমলে। সিপিএমের হঠকারিতার জন্যই সিঙ্গুর থেকে বিদায় নিতে হয়েছে টাটাদের। সিপিএমের ভ্রান্ত নীতির কারণেই সিঙ্গুরে শিল্প গড়ে ওঠেনি। তিনি আরও জানান, সেইসময় যে সমস্ত কৃষকরা আন্দোলন করেছিলেন তাঁরা স্পষ্টভাবে জানিয়েছেন তাঁদের ইচ্ছার বিরুদ্ধে উর্বর জমি কেড়ে টাটার হাতে তুলে দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে সেই সময় সিঙ্গুর জুড়ে যে জমি আন্দোলন হয়েছিল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর সেই কৃষক আন্দোলনের জেরেই পিছু হঠতে হয়েছিল টাটাদের।

অন্যদিকে সিঙ্গুর জমি আন্দোলনের নেতা তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান, সেই সময় টাটাদের কারখানা তৈরি করতে গিয়ে সিঙ্গুরের যে সমস্ত জমিতে নির্মাণ শুরু হয়েছিল কংক্রিটের তার মধ্যে প্রায় ৯০ শতাংশ জমি ফের বর্তমান সরকারের আমলে চাষযোগ্য করা হয়েছে। প্রতিটি জমিতে যাতে ঠিকমতো জল যায় তারও বন্দোবস্ত করেছে বর্তমান সরকার। ৫৮ টি মিনি নলকূপও ইতিমধ্যে বসানো হয়েছে। এরপরই তিনি অভিযোগ করেন, সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার পিছনে একমাত্র দায়ী বামফ্রন্ট সরকার। মন্ত্রী জানান, সেদিন রাজভবনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি যদি ঠিকমতো মেনে চলা হত তাহলে শিল্পের পাশাপাশি বাঁচত কৃষিও। কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার ক্ষমতার দম্ভে এতটাই মত্ত ছিল সিঙ্গুর থেকে টাটারা বিদায় নিলেও তাঁদের হুঁশ ফেরেনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version