যোগীরাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪৫

মধ্যরাতে উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের। জখম ৪৫। হাসপাতালে মৃত্যুর সঙ্গে ক্রমাগত পাঞ্জা লড়ছেন তাঁরা। শনিবার রাত আড়াইটেয় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে আগ্রা-উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েতে। স্থানীয়রাই জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গের আইজি,গুরুতর আহত দেবেন্দ্রপ্রকাশ সিং, ভর্তি হাসপাতালে

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে রাজস্থানের আজমেঢ় যাচ্ছিল। রাত আড়াইটে নাগাদ এক্সপ্রেসওয়েতে বাসের সামনে থাকা একটি ডাম্পারের চাকা ফেটে যায়।আর তাতেই বিপত্তি ঘটে। পেছন থেকে দ্রুত গতিতে আসা বাসটি ডাম্পারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন যাত্রী। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা।
এদিকে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান জনপ্রতিনিখি ও সরকারি আধিকারিকরা।

Previous articleপরিবেশ বান্ধব আতশবাজির জনপ্রিয়তা আকাশচুম্বী, বলছেন ব্যবসায়ীরা
Next articleআজ ভারত-পাক মহারণ, কী বলছে মেলবোর্নের আবহাওয়া?