Monday, August 25, 2025

যত দিন যাচ্ছে চিকিৎসাবিজ্ঞান (Medical Science) তত উন্নত হচ্ছে। একের পর এক মারণ রোগের আবিষ্কার যেমন হচ্ছে তার সঙ্গে লড়াই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশকে রোগ মুক্ত করার পথে আরো একধাপ এগিয়ে গেল ভারত। এবার মিলল ক্যানসারের (Cancer) মোকাবেলা করার উপায়। CAR – T সেল থেরাপির (CAR -T cell therapy) মাধ্যমে এবার নতুন জীবন পেল ৮ বছরের শিশু কন্যা।

চিকিৎসকেরা বলেন ক্যানসার এমন একটা রোগ যেটা কখনোই প্রথম দিকে ধরা পড়ে না। ফলে অ্যাডভান্স স্টেজে (Advance stage) ক্যানসার ধরা পড়লে তার চিকিৎসা করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এই বিষয়ের উপর চিন্তাভাবনা করেই একটি দেশীয় প্রযুক্তিকে বেশ কয়েক বছর ধরে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রাখা হয়েছিল। বিজ্ঞানীরা যার নাম দেন CAR – T সেল থেরাপি। চিকিৎসা বিজ্ঞানের এই পদ্ধতি ব্যবহার করেই মহারাষ্ট্রের এক আট বছরের ক্যানসার আক্রান্ত শিশু কন্যাকে নবজীবন দিলেন চিকিৎসকেরা। কাজটা সহজ ছিল না, ব্লাড ক্যানসারে আক্রান্ত ওই শিশুর উপর এই পদ্ধতি প্রয়োগ করা হবে কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকেরা ।শেষমেষ সম্মতি দেন শিশুটির বাবা। এই থেরাপি প্রয়োগ করে শিশুকন্যার দেহ থেকে ক্যানসারের সব কোষ নির্মূল করা সম্ভব হয়েছে। আই আই টি (IIT Mumbai) এবং টাটা মেমোরিয়াল সেন্টারের (Tata Memorial Centre) যৌথ প্রচেষ্টায় এই অভাবনীয় সাফল্য এসেছে। ৮ বছরের মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ। চিকিৎসকেরা বলছেন এই পদ্ধতি ব্যবহার করলে বিদেশে গিয়ে ক্যানসার চিকিৎসার যা খরচ তার থেকে ১০ গুন কম খরচে ভারতেই সুস্থ হয়ে উঠবেন রোগীরা। গতমাসে ব্লাড ক্যানসার আক্রান্ত ১০ জনের ওপর এই দেশীয় টি সেল প্রযুক্তির ট্রায়াল করা হয়।

অনেকেই জানতে চাইছেন এই CAR – T সেল থেরাপি আসলে কী? চিকিৎসকরা বলছেন এটা ইমিউনোথেরাপি (Immunotherapy)। এতে T সেল (T cell) ব্যবহার করা হয় যারা নিজেরাই ইমিউন সিস্টেমের অংশ। এই থেরাপি করার সময় রোগীর রক্ত থেকে টি সেলের নমুনা সংগ্রহ করে তার পরিবর্তন ঘটানো হয়। এই সময় জিনগত কিছু পরিবর্তনও ঘটানো হয়। যার ফলে ক্যানসার কোষ সম্পূর্ণ নির্মূল হয়। কোষ পুরোপুরি পাল্টে গেলে আবার শরীরের মধ্যে তা প্রবেশ করানো হয়। এই কোষ ক্লাউডিন (Claudine) নামক অ্যান্টিজেনকে আক্রমণ করে এবং ক্যানসার কোষগুলিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে। মূলত ব্লাড ক্যানসারের চিকিৎসায় এই থেরাপি ব্যবহার করা হয়। একে কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপি (Chimeric antigen receptor T cell therapy) বলা হয়।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version