ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় পুলিশ ও প্রশাসনিক কর্তারা। এবার পুলিশকে (Police) দিয়ে বিজেপি (BJP) নেতার পা ধরানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ! তাঁর এমন কুরুচিকর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে। প্রকাশ্যে মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে শুভেন্দুর এমন বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির একাংশের নেতারাও।
ঠিক কী বলেছিলেন শুভেন্দু? গতকাল, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের (East Midnapore) সুতাহাটায় একটি কালীপুজোর অনুষ্ঠানে শুভেন্দু। সেখান থেকেই তিনি পুলিশ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস ওরফে সত্যব্রতর পক্ষ নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন।
আর্থিক দুর্নীতির অভিযোগে কিছুদিন আগে স্বপন দাসকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে থানায় শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ শুভেন্দুর। সেই প্রসঙ্গ তুলে সুর চড়ান বিরোধী দলনেতা। কালীপুজোর অনুষ্ঠান থেকে পুলিশকে হুমকির সুরে বলেন, “শুনে রাখুন পুলিশ বাবারা। যে হাত দিয়ে স্বপন দাসকে মেরেছে, সেই হাত দিয়ে পুলিশকে সত্যব্রতের পা ধরাব। আমি শুভেন্দু অধিকারী, একথা বলে রাখলাম।” শুভেন্দুর এমন বিতর্কিত মন্তব্য নিয়ে নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল।