Friday, August 22, 2025

কাশ্মীরি পণ্ডিতদের হ*ত‌্যার ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন ফারুক আবদুল্লা

Date:

কাশ্মীরে হিন্দুদের (Hindus in Kashmir) অবস্থা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ‌্যমন্ত্রী তথা ন‌্যাশনাল কনফারেন্সের (National Conference) নেতা ফারুক আবদুল্লাকে (Farooq Abdullah)। বর্তমানে যেভাবে কাশ্মীরি পণ্ডিতদের (Kashmirir Pandit) উপর হামলা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলে, এই ভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি কাশ্মীর ১০০ শতাংশ হিন্দুহীন হয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করলেন এনসি নেতা।

এই প্রথম নয় এর আগেও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)হস্তক্ষেপ দাবি করেছেন ফারুক। বৃহস্পতিবার তিনি বলেন, সরকার এখনই কোনও পদক্ষেপ না করলে কাশ্মীর হিন্দুহীন হয়ে যাবে। প্রসঙ্গত, সম্প্রতি চৌধরিগুন্ড এলাকায় পুরান কৃষাণ ভাটের হত্যার পর দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান থেকে দশটিরও বেশি কাশ্মীরি পণ্ডিত পরিবার উপত‌্যকা ছেড়ে পালিয়েছেন । গত বছরের অক্টোবর থেকে কাশ্মীরে একের পর এক টার্গেট কিলিং -এর সাক্ষী হয়ে আসছে। নিহতদের অনেকেই পরিযায়ী শ্রমিক বা কাশ্মীরি পণ্ডিত। পাশাপাশি ফারুক আবদুল্লা (Farooq Abdullah) বলেছেন এই বিষয়ে অবিলম্বে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার কথা। যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কাশ্মীর ১০০ শতাংশ হিন্দুহীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছরে কাশ্মীরি পণ্ডিতদের মেরে ফেলার ঘটনা আরও বেড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন উপত্যকার সংখ্যালঘুরা। সম্প্রতি রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। আঙুল উঠছে পুলিশ প্রশাসনের দিকে। ফারুক বলেছেন যত সময় যাচ্ছে পরিস্থিতি ক্রমাগত ৯০ এর দশকের দিকেই ইঙ্গিত করছে।এই অবস্থায় দাঁড়িয়ে সংখ্যালঘু হিন্দুদের কাশ্মীর ত্যাগের বিষয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকাও প্রয়োজন বলে মনে করছেন প্রাক্তন মুখ‌্যমন্ত্রী ফারুক আবদুল্লা (Farooq Abdullah)

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version