Saturday, May 3, 2025

প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষিকে ফোন মোদির, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা

Date:

শুক্রবার শপথ গ্রহণ করবেন ঋষি সুনক। তার আগে বৃহস্পতিবার ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে প্রথম বার ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দুই রাষ্ট্রনেতার কথা হল টেলিফোনে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে তাঁদের কথা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:জামাই হিসেবে তাঁকে মানতে নারাজ ছিলেন ইনফোসিস কর্তা, কেমন ছিল ঋষির প্রেম কাহিনী

এই সাক্ষাৎ নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আজ ঋষি সুনাকের সঙ্গে কথা বলে অত্যন্ত আনন্দিত। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওঁকে অভিনন্দন জানালাম। আমরা একসঙ্গে কাজ করব আমাদের কৌশলি অংশীদারিত্বকে আরও মজবুত করে তুলতে। পাশাপাশি সমতাযুক্ত মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব সম্পর্কেও আমরা একমত হয়েছি।’
অন্যদিকে, মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ঋষি সুনকও। টুইটারে লিখেছেন, ‘‘আমি নতুন দায়িত্ব নিয়েছে। এই পরিস্থিতিতে আপনার বিনীত মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্রিটেন এবং ভারত অনেক কিছুই ভাগাভাগি করে নেয়। আগামী দিনে আমাদের নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত হবে। তার ফলে লাভবান হবে আমাদের দুই দেশের গণতন্ত্র। এই বিষয়টি নিয়ে আমি যথেষ্ট উত্তেজিত।’’

প্রসঙ্গত, ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল দীপাবলির আগে। তবে ব্রিটেনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের মাঝে এই চুক্তি সম্পন্ন হয়নি। কিন্তু এদিনের কথোপকথনের পর তা দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বাড়ল।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version