কালীপুজোর ভাসানে শিবপুরে হেনস্থার শিকার তরুণী ও তাঁর বন্ধু

0
2

কালী পুজোর(Kali Puja) ভাসানের সময় হেনস্থার শিকার হলেন এক তরুণী ও তাঁর বন্ধু। বৃহস্পতিবার রাতে শিবপুর(Shivpur) মন্দিরতলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, বন্ধুর বাইকে চেপে ওধুধ কিনতে যাচ্ছিলেন ওই তরুণী। সেইসময় মন্দিরতলা এলাকায় একটি ক্লাবের কালী ঠাকুরের ভাসান যাচ্ছিল। তাঁরা ওই শোভাযাত্রার পাশ কাটিয়ে যেতে গেলে ক্লাবের কয়েকজনের বচসা ও তর্কাতর্কি বাঁধে। তখনই দুজনকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তরুণীর শ্লীলতাহানিও করার অভিযোগ উঠেছে উন্মত্ত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে।

তরুণীর অভিযোগ তাঁর মোবাইল ও মানিব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। আশপাশের কয়েকজন ওই যুগলকে বাঁচাতে এলে তাঁরাও নিগৃহীত হন। তাঁদের সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ এলে অভিযুক্ত ক্লাবের সদস্যরা পালিয়ে যায়। এই ব্যাপারে ওই তরুণী রাতেই শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে।

আরও পড়ুন- আন্দামান গণধ*র্ষণ কাণ্ড: প্রাক্তন মুখ্য সচিবকে সিট-এর মুখোমুখি হওয়ার নির্দেশ আদালতের