Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) আজ ডার্বির মহারণ। আইএসএল-এর প্রথম বড় ম‍্যাচে এটিকে মোহনাগানের মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি। খেলা দেখতে মাঠে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

২) এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। শেষ ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের ধারা বড় ম‍্যাচেও বজায় রাখতে মরিয়া লাল-হলুদের হেডসার।

à§©) শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে মরিয়া এটিকে মোহনবাগান। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। সাংবাদিক সম্মেলনে এসে ফেরান্দো বলেন, “জয়ের ব‍্যপারে আশাবাদী।

৪) মাঠেই জবাব দেবে ইস্টবেঙ্গল। শনিবারের ডার্বির আগে এমনই হুঙ্কার দিয়ে গেলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ‘ডার্বিতে কখনো পেপ টক হতে পারেনা। সব সময় এটি একটি কঠিন ম্যাচ, বললেন বাগান সচিব দেবাশিস দত্ত।

৫) টানা দ্বিতীয়বার কলকাতা লিগ জয় কার্যত নিশ্চিত করে ফেলল মহামেডান স্পোর্টিং। শুক্রবার সাদা-কালো শিবির ৩-০ গোলে হারিয়েছে খিদিরপুরকে। মহামেডানের হয়ে গোল গুলি করেন মার্কাস জোসেফ এবং প্রীতম সিং।

আরও পড়ুন:খিদিরপুরকে হারিয়ে খেতাবের কাছে মহামেডান