Sunday, January 11, 2026

ছটপুজোকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা, সুভাষ-রবীন্দ্র সরোবরে প্রবেশ নিষিদ্ধ

Date:

Share post:

পরিবেশ আদালতের নির্দেশকে কার্যকর করতে আগামী কয়েকদিন কলকাতার (Kolkata) দুটি দুই লেকে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। ছট পুজোকে কেন্দ্র করে এবারও রবীন্দ্র (Rabindra Sarovar) ও সুভাষ সরোবরের (Subhash Sarovar) নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করল কেএমডিএ (KMDA) । প্রশাসনের তরফে বাঁশের ব্যারিকেড, টিনের শেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এই দুই সরোবরকে।

তবে ছট পুজোর বিকল্প হিসেবে শহরের বেশ কয়েকটি জলাশয়ে অস্থায়ী ঘাট এবং কৃত্রিম জলাশয় তৈরি করেছে কেএমডিএ ও কলকাতা পুরসভা (KMC) । লেকে ছটের উপাচারের ফলে পরিবেশের দূষণ হয়, এই সম্পর্কে সচেতনতা বাড়াতে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা ও রবীন্দ্র সরোবর আশপাশে ১০টি পথনাটকের মাধ্যমে প্রচারও চালানো হয়েছে। এবার শহরে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ৪৭টি বিকল্প ঘাটের ব্যবস্থা করেছে কেএমডিএ। পুরসভার তরফ থেকেও ১০টি জায়গায় কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, গঙ্গার ১৭টি ঘাট ও বিভিন্ন এলাকায় ১০৮টি ছোট-বড় পুকুর বা জলাশয়ে ছটপুজোর আয়োজন করেছে প্রশাসন। পানীয় জল থেকে শুরু করে শৌচালয়, আলো, পোশাক পরিবর্তনের জায়গা তৈরি করা হয়েছে বিকল্প ঘাটগুলিতে।

কোনওরকম অপ্রীতিকর ঘটনা ও দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে ঘাট চত্বরগুলিতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়েছে। ৩০ ও ৩১ অক্টোবর শহরে কোনও মালবাহী গাড়ি (অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া) চলাচলের অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে, হাওড়ায় ৭৫টি ঘাট তৈরি রাখা হচ্ছে ছটের জন্য। বিপজ্জনক ঘাটগুলিতে ব্যারিকেড, নদীর খালি অংশে পুলিশ মোতায়েন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...