Sunday, May 4, 2025

এবার ২৬ জানুয়ারি দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলার থিম ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত দুর্গাপুজো

Date:

কলকাতার তথা বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত সাংস্কৃতিক ও হেরিটেজ ঐতিহ্য। করোনা মহামারি কাটিয়ে তাই এবার ধুমধাম শারদীয়া উৎসব পালন করেছে আপামর বাঙালি। একমাসব্যাপী এই উৎসবের এখন সমাপ্তি লগ্ন। দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফেও বিশেষ আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কলকাতার পুজো কমিটিগুলিকে নিয়ে ঐতিহাসিক পদযাত্রা করেছেন,ঠিক একইভাবে রেড রোডে হয়েছে বিসর্জন কার্নিভাল। দুটি ক্ষেত্রেই উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা।

শুধু এই বাংলা নয়, শুধু দেশ নয়। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে সমাদৃত কলকাতার দুর্গাপুজো। বিভিন্ন দেশের প্রতিনিধিরা শারদোৎসবের আয়োজন দেখে মুগ্ধ। সেই মুগ্ধতার রেশ এবার ছড়িয়ে পড়বে আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে।

সূত্রের খবর, ২০২৩ সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলোর থিম ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত “কলকাতার দুর্গাপুজো”। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ কথা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে ইতিমধ্যে চিঠিও পাঠিয়েছে নবান্ন।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে প্যারিসে বসেছিল ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬তম অধিবেশন। সেখানে কলকাতার দুর্গাপুজোকে “ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি” তালিকাভুক্ত করা হয়। বিগত বছরগুলিতে দুর্গাপুজো ঘিরে রাজ্যের একাধিক কর্মসূচি এবং বিভিন্নভাবে সরকার উৎসবের পাশে থাকায় এই স্বীকৃতি মিলেছে বলে দাবি রাজ্যের। বৈঠক করে মুখ্যমন্ত্রী নিজেই এবারের ট্যাবলোর থিমের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন:Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version