এটিকে মোহনবাগানের কাছে হেরে কী বললেন লাল-হলুদ কোচ?

ম‍্যাচ হারলেও সমর্থকদের পাশে থাকার আর্জি করলেন লাল-হলুদ কোচ। সমর্থকদের ধৈর্য ধরতে বললেন তিনি।

শনিবার ২০২২-২৩ আইএসএল-এর প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ২-০ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। প্রথমার্ধে দুরন্ত খেলেও দ্বিতীয়ার্ধে একটা ভুলেই শেষ হয়ে যায় লাল-হলুদের ম‍্যাচ জয়ের স্বপ্ন। ম‍্যাচ শেষে একই কথা মেনে নিলেন লাল-হলুদের কোচ স্টিফেন কনস্ট‍্যান্টাইন। বললেন,প্রথম গোল খেয়ে যাওয়ার পর খেলাটা কঠিন হয়ে যায়।

ম‍্যাচ শেষে স্টিফেন বলেন,” ফুটবল খেলা মানে সেখানে ভুল তো হবেই। কেউ না কেউ কোনও দিন ভুল করবেই। আজ হয়তো সেটা গোলরক্ষক করেছে। তার আগে প্রথমার্ধে আমরা বিপক্ষকে শাসন করেছি। আমরাই ভাল খেলেছি। গোল করার সুযোগ পেয়েছি। গোল করলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত। প্রথম গোল খেয়ে যাওয়ার পর খেলাটা কঠিন হয়ে যায়। দ্বিতীয় গোল খাওয়ার পরেই বুঝেছিলাম ম্যাচ শেষ।”

ম‍্যাচ হারলেও সমর্থকদের পাশে থাকার আর্জি করলেন লাল-হলুদ কোচ। সমর্থকদের ধৈর্য ধরতে বললেন তিনি। স্টিফেন বলেন,”বার বার বলেছি, দল, ম্যানেজমেন্ট সব কিছুই নতুন। সময় লাগবেই। আস্তে আস্তে আমরা উন্নতি করছি। ম্যাচের পরে আমর ৫-৬ জন এটিকে মোহনবাগান ফুটবলারের সঙ্গে কথা হয়েছে। ওরাই বলছিল, সাম্প্রতিক কালে সবচেয়ে ভাল ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে ওরা খেলল। ওদের ধন্যবাদ। তাও বলব, আমাদের অনেক ত্রুটি রয়েছে যেগুলো দ্রুত মেরামত করতে হবে। আমরা এই হার থেকে শিক্ষা নেব। আপাতত আমাদের ফোকাসে শুধু চেন্নাইয়ান ম্যাচ। এখনও তো অনেক বাকি। পাঁচটা ম্যাচ হয়ে গেলেই তো কেউ আর ট্রফি জিতে যায় না। আমাদের হাতে এখনও ১৬টা ম্যাচ রয়েছে। প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা মাথায় রয়েছে আমার। ফেব্রুয়ারির শেষে বলতে পারব আমাদের সম্ভাবনা কতটা।”

আরও পড়ুন:ডার্বিতে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জনপ্রিয় সংলাপ নিয়ে বাগান সমর্থকদের খোঁচা লাল-হলুদ সমর্থকদের

 

Previous articleWeather Forecast: শীতের মরসুমেও রেকর্ড গড়তে তৈরি আবহাওয়া
Next articleছাত্র শক্তির ওপরেই ভবিষ্যতের ভারত নির্ভর করছে, ‘মন কি বাত’ অনুষ্ঠানে আশাবাদী প্রধানমন্ত্রী