Saturday, August 23, 2025

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সোমালিয়ার রাজধানী মোগাদিশু। জোড়া গাড়ি বোমা  বিস্ফোরণে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৩০০। শিক্ষামন্ত্রকের কাছেই দুটি গাড়িতে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

আরও পড়ুন:দিওয়ালির আগে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি ফোন! তারপর…

প্রশাসন সূত্রে খবর, শিক্ষামন্ত্রকের সামনে প্রথমে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স এসে যখন জখমদের নিয়ে যাওয়ার তোড়জোড় করছে, ঠিক সেইসময়ই ওই একই স্থানে অপর একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে।  চোখের পলকে আশপাশের এলাকার বেশ কিছু জানলার কাচ ভেঙে যায়। ছিন্নভিন্ন মৃতদেহগুলি রাস্তার উপর ছিটকে পড়ে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দার মদতপুষ্ট আল-সাবাব জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করেছে সোমালিয়ার প্রশাসন।

প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্তার দাবি, জঙ্গিদের টার্গেট ছিল শিক্ষা মন্ত্রকের কার্যালয়। সেই মতো গাড়িগুলিকে সরকারি দফতরের সামনে পার্ক করা হয়েছিল। “বিস্ফোরণের সময় একটা আগুনের গোলা আকাশে দিকে উঠে যায়। সঙ্গে সঙ্গে অন্তত ১২ জনের রক্তাক্ত দেহ উড়ে গিয়ে রাস্তায় পড়ে। ২০ জন তখন পার্কিং জোনের মধ্যেই কাতরাচ্ছিলেন। মুহুর্তে ভেঙে পড়ে সরকারি কার্যালয়ের জানলার কাচ। আর আমরা যাঁরা দূরে ডিউটিতে ছিলাম, তাঁদেরও কানে তালা লেগে গিয়েছিল।”

ঘটনার তীব্র নিন্দা করে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ বলেন, ‘যাঁদের প্রাণ গিয়েছিল, তাঁদের মধ্যে সন্তান কোলে নিয়ে মা, অসুস্থতায় ধুঁকতে থাকা পিতা, বাইরে থেকে লেখাপড়া করতে আসা পড়ুয়া, ব্যবসায়ী-সকলেই ছিলেন।’মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version