Thursday, May 15, 2025

মাঝরাস্তায় থমকে অ্যাম্বুলেন্স, রাস্তায় সন্তানের জন্ম দিলেন মা

Date:

প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন মহিলা। তড়িঘড়ি সরকারি প্রকল্পের আওতায় থাকা ১০৮ নম্বর ডায়াল করে ভাড়া করা হয় অ্যাম্বুলেন্স। কিন্তু হাসপাতালে যাওয়ার পথে রাস্তাতে হঠাৎই থেমে যায় অ্যাম্বুলেন্সটি। চালক জানান, ডিজেল শেষ হয়ে গিয়েছে। তাই গাড়ি আর এগোবে না।অগত্যা মাঝরাস্তাতেই প্রসব করতে বাধ্য হন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পান্না জেলায়। চূড়ান্ত এই অব্যবস্থার জন্য আঙুল উঠেছে মধ্যপ্রদেশ প্রশাসনের দিকে।

আরও পড়ুনঃবিজেপি শাসিত মধ্যপ্রদেশে গান্ধীমূর্তি ভাঙল  দুষ্কৃতীরা

রাস্তার মাঝে মা ও সদ্যজাতর জীবনের ঝুঁকি নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। সেদিনের ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, শাহনগর এলাকার কাছে বানওলিতে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুল্যান্স। তার পিছনের পাল্লা খোলা, আলো জ্বালানো রয়েছে। পাথুরে রাস্তার উপর কোনও মতে বসে সেখানেই সন্তানের জন্ম দিচ্ছেন মা। রাস্তায় পেতে দেওয়া হয়েছে একটি চাদর।কয়েকজন স্বাস্থ্যকর্মী ওই মহিলাকে সন্তান প্রসবে সহযোগিতা করছেন।
স্থানীয় সূত্রে খবর, মহিলার নাম রেশমা। তাঁর প্রসবযন্ত্রণা ওঠায় ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন বাড়ির লোকেরা। সেই অ্যাম্বুল্যান্সেই স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল রেশমাকে। কিন্তু কিছুটা পথ এগোতেই অ্যাম্বুল্যান্সের চালক রেশমার পরিবারকে জানান, গাড়ির জ্বালানি শেষ হয়ে গিয়েছে। এ কথা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয় রেশমার পরিবারের।শেষমেশ উপায় না পেয়ে রাস্তাতেই প্রসব করানোর সিদ্ধান্ত নেয় পরিবারের সদস্যরা।সূত্রের খবর, মা ও বাচ্চা দু’জনেই আপাতত সুস্থ রয়েছে।

Related articles

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...
Exit mobile version