Sunday, May 4, 2025

ব্যাঙ্কক যেতে চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের  করেন মেনকা গম্ভীর। সোমবার সেই মামলা প্রত্যাহার করে নিলেন তিনি।তাঁর আইনজীবী জানান, ফের নতুন করে আবেদন করবেন মেনকা। বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন:মায়ের কাছে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ মেনকা গম্ভীর

এর আগে কলকাতা হাই কোর্টে ব্যাঙ্ককে তাঁর মায়ের কাছে যেতে চেয়ে আবেদন করেন মেনকা গম্ভীর। উচ্চ-আদালতে জানান, তাঁর মা অসুস্থ। সেই কারণে মা-কে দেখতে ব্যাঙ্ককে যাওয়া তাঁর প্রয়োজন। তখন মেনকার আবেদনে আপত্তি জানান ইডির আইনজীবী। ইডি’র আইনজীবী ফিরোজ এডুলজি।জানান, মেনকা গম্ভীরের নামে লুকআউট নোটিস জারি রয়েছে। তাই তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি না দেওয়াই ভাল।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাত্রি ৮টা নাগাদ ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। সেপ্টেম্বরেই ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কলকাতা বিমানবন্দরে তাঁকে কেন আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। মেনকার আইনজীবীর প্রশ্ন ছিল, আদালতের নির্দেশ না থাকা সত্ত্বেও কেন বিদেশ সফরে বাধা দেওয়া হল মেনকাকে? যদিও, বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সওয়াল জবাবের পর জানিয়ে দেন ইডি ইচ্ছাকৃতভাবে তাঁকে বাধা দেননি। সেক্ষেত্রে মেনকার আবেদন খারিজ হয়ে যায় আদালতে।

Related articles

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...
Exit mobile version