Thursday, November 13, 2025

গ্রামেই সমাধিস্থ হাবিবুলের দেহ, গুজরাট সরকারের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ শোকার্ত পরিবার

Date:

চরম গাফিলতির জেরেই গুজরাটে (Gujrat) সেতু বিপর্যয়- এই সত্য এখন প্রকাশ্যে। তবে, সেকানেই শেষ নয়। গুজরাটের বিজেপি (BJP) সরকারের চরম অব্যবস্থা, বিশৃঙ্খলার নজির প্রতি পদে পদে। সেটা আরও প্রকট হল বঙ্গতনয় হাবিবুলের দেহ রাজ্যের ফেরার পর।

মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ দমদম বিমানবন্দর হয়ে পূর্বস্থলীর কেশববাটীতে হাবিবুল শেখের দেহ পৌঁছয়। পরিবারের অভিযোগ, দেহ আনার ব্যাপারে না ওখানকার সরকার, না কেন্দ্র, কারও কোনও সাহায্য মেলেনি। তাঁদেরই অনেক কষ্ট করে টাকা ধার করে নিয়ে আসতে হয়েছে দেহ। কফিন খুলে দেখা যায়, এত জোরে নদীতে পড়েছিল হাবিবুল, যে মুখটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। চট করে চেনার উপায় নেই। রাজ্য সরকার এবং তৃণমূল দল প্রথম থেকেই ওর পরিবারের পাশে। শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath), পূর্ব বর্ধমান জেলা তৃণমূল (TMC) সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচী, পূর্বস্থলীর আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায়, দেবাশিস নাগ, রাসবিহারী হালদার, আসরাফ আলি শেখ প্রমুখ। রাতেই ভিড় করেন গ্রামের মানুষ। হাবিবুলের কফিনে মালা দেন স্বপন দেবনাথ।

দুর্ঘটনার জন্য গুজরাট সরকারকে দায়ী করার পাশাপাশি, হাবিবুলের দেহ আনার ব্যাপারে গুজরাট সরকার ও কেন্দ্রের তরফে কোনও সহযোগিতা না মেলায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। রবীন্দ্রনাথ বললেন, ‘’ক্ষতিপূরণ কবে মিলবে কেউ জানে না। তবে এ ব্যাপারে রাজ্য সরকার নজর রাখবে।’’ বিধায়ক তপনের আশ্বাস, ’‘হাবিবুল মায়ের হার্টের চিকিৎসার টাকা জোগাড় করতে কাজে গিয়েছিল। ওঁর চিকিৎসার ব্যবস্থা করব আমরা।’’ গ্রামের গোরস্থানেই সমাধিস্থ করা হয় হাবিবুলকে।

আরও পড়ুন- মৃত্যু মিছিল গুজরাটে, পোশাকের পর পোশাক বদলে ‘ফিটফাট’ মোদি ব্যস্ত ভোট প্রচারে

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version