Friday, November 14, 2025

গ্রামেই সমাধিস্থ হাবিবুলের দেহ, গুজরাট সরকারের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ শোকার্ত পরিবার

Date:

চরম গাফিলতির জেরেই গুজরাটে (Gujrat) সেতু বিপর্যয়- এই সত্য এখন প্রকাশ্যে। তবে, সেকানেই শেষ নয়। গুজরাটের বিজেপি (BJP) সরকারের চরম অব্যবস্থা, বিশৃঙ্খলার নজির প্রতি পদে পদে। সেটা আরও প্রকট হল বঙ্গতনয় হাবিবুলের দেহ রাজ্যের ফেরার পর।

মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ দমদম বিমানবন্দর হয়ে পূর্বস্থলীর কেশববাটীতে হাবিবুল শেখের দেহ পৌঁছয়। পরিবারের অভিযোগ, দেহ আনার ব্যাপারে না ওখানকার সরকার, না কেন্দ্র, কারও কোনও সাহায্য মেলেনি। তাঁদেরই অনেক কষ্ট করে টাকা ধার করে নিয়ে আসতে হয়েছে দেহ। কফিন খুলে দেখা যায়, এত জোরে নদীতে পড়েছিল হাবিবুল, যে মুখটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। চট করে চেনার উপায় নেই। রাজ্য সরকার এবং তৃণমূল দল প্রথম থেকেই ওর পরিবারের পাশে। শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath), পূর্ব বর্ধমান জেলা তৃণমূল (TMC) সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিডিও সৌমিক বাগচী, পূর্বস্থলীর আইসি সন্দীপ গঙ্গোপাধ্যায়, দেবাশিস নাগ, রাসবিহারী হালদার, আসরাফ আলি শেখ প্রমুখ। রাতেই ভিড় করেন গ্রামের মানুষ। হাবিবুলের কফিনে মালা দেন স্বপন দেবনাথ।

দুর্ঘটনার জন্য গুজরাট সরকারকে দায়ী করার পাশাপাশি, হাবিবুলের দেহ আনার ব্যাপারে গুজরাট সরকার ও কেন্দ্রের তরফে কোনও সহযোগিতা না মেলায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। রবীন্দ্রনাথ বললেন, ‘’ক্ষতিপূরণ কবে মিলবে কেউ জানে না। তবে এ ব্যাপারে রাজ্য সরকার নজর রাখবে।’’ বিধায়ক তপনের আশ্বাস, ’‘হাবিবুল মায়ের হার্টের চিকিৎসার টাকা জোগাড় করতে কাজে গিয়েছিল। ওঁর চিকিৎসার ব্যবস্থা করব আমরা।’’ গ্রামের গোরস্থানেই সমাধিস্থ করা হয় হাবিবুলকে।

আরও পড়ুন- মৃত্যু মিছিল গুজরাটে, পোশাকের পর পোশাক বদলে ‘ফিটফাট’ মোদি ব্যস্ত ভোট প্রচারে

 

Related articles

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...
Exit mobile version