Sunday, August 24, 2025

Karunamoyee: পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ করে অশান্তির চেষ্টা চাকরিপ্রার্থীদের

Date:

ফের উত্তেজনা ছড়াল সল্টলেকের করুণাময়ীতে (Karunamoyee)। পুলিশের অনুমতি ছাড়াই করুণাময়ী মেট্রো স্টেশনে (Karunamoyee Metro Station) আচমকাই হাজির হন বেশ কিছু এস এল এস টি চাকরিপ্রার্থী ( SLST Job seekers) । অবিলম্বে নোটিফিকেশন জারি করে এসএসসি পরীক্ষার (SSC exam) আয়োজন করতে হবে বলে দাবি তুলে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এর জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা (Job seekers)। তাঁরা অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এরপরই চাকরিপ্রার্থীদের আটক করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায়।

এসএসসি চাকরির নোটিফিকেশনের দাবিতে করুণাময়ীতে বিক্ষোভের জেরে ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের দাবি অবিলম্বে এসএসসি পরীক্ষা নিতে হবে। এই দাবি নিয়েই বিকাশ ভবন অভিযানের ডাক দেয় এক দল পরীক্ষার্থী চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালের এসএলএসটি প্রার্থীদের সমস্যা দ্রুত মিটিয়ে নতুন করে নোটিফিকেশন (Notification) দিতে হবে এসএসসি পরীক্ষার। আর সেই দাবি নিয়েই শিক্ষা মন্ত্রীর দফতরে তাঁরা এসেছিলেন। পুলিশের তরফে বলা হয়েছে এই অভিযানের খবর তাঁদের কাছে থাকলেও কোনও অনুমতি ছিল না। ফলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ১০টা থেকেই বিধাননগর পুলিশ, মহিলা পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) করুণাময়ী মোড়ে মোতায়েন রাখা হয়েছিল।বেলা সাড়ে ১২টা নাগাদ এসএসসি চাকরী প্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতেই পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁদের। পুলিশের তরফ থেকে বারবার তাঁদের বোঝানোর চেষ্টা হলেও তাঁরা সে কথা শুনতে চাননি বলে অভিযোগ। এরপরই আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ জনকে চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version