Friday, August 22, 2025

প্রাইমারি টেটের নম্বর প্রকাশ নিয়ে পর্ষদের ভাবনা কী? জানতে চাইল আদালত

Date:

প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আজ সে বিষয়ে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব, ”মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি”। কোন পথে সমস্যার সমাধান, তা আগামী সোমবার আদালতকে জানাক প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত, দুর্গাপুজোর চতুর্থীর দিন শিক্ষক নিয়োগের (Teachers Recruitment) বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। শূন্যপদের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ২১ অক্টোবর থেকে টেটে (TET) নিয়োগের জন্য অনলাইনে আবেদন (Online Application) প্রক্রিয়াও শুরু হয়। যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি জানানো হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাস করেছেন এবং যাঁদের বয়স ৪০ বছরের কম, তাঁরাই আবেদন করতে পারবেন।

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ একবার নয়, দু’বার টেট দিয়েছিলেন। ২০১৪ সালের পর ২০১৭ সালেও টেটে বসেছিলেন অনেকেই। এমনকী, দু’বারই প্রাথমিক পরীক্ষায় পাসও করেছেন অনেকে। তাহলে টেটে নিয়োগের জন্য কোন বছরের সার্টিফিকেট জমা দেবেন তাঁরা? এই বিষয়টি নিয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা। মামলাকারীদের দাবি, যে বছর টেটে বেশি নম্বর পেয়েছেন, সেই বছরের সার্টিফিকেট জমা দিতে চান তাঁরা। কিন্তু নম্বর না জানার কারণে আবেদন করতে পারছেন না তাঁরা। এদিন মামলাটি শুনানি হয় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version