Saturday, November 8, 2025

প্রাইমারি টেটের নম্বর প্রকাশ নিয়ে পর্ষদের ভাবনা কী? জানতে চাইল আদালত

Date:

প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আজ সে বিষয়ে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব, ”মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি”। কোন পথে সমস্যার সমাধান, তা আগামী সোমবার আদালতকে জানাক প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত, দুর্গাপুজোর চতুর্থীর দিন শিক্ষক নিয়োগের (Teachers Recruitment) বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। শূন্যপদের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ২১ অক্টোবর থেকে টেটে (TET) নিয়োগের জন্য অনলাইনে আবেদন (Online Application) প্রক্রিয়াও শুরু হয়। যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি জানানো হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাস করেছেন এবং যাঁদের বয়স ৪০ বছরের কম, তাঁরাই আবেদন করতে পারবেন।

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ একবার নয়, দু’বার টেট দিয়েছিলেন। ২০১৪ সালের পর ২০১৭ সালেও টেটে বসেছিলেন অনেকেই। এমনকী, দু’বারই প্রাথমিক পরীক্ষায় পাসও করেছেন অনেকে। তাহলে টেটে নিয়োগের জন্য কোন বছরের সার্টিফিকেট জমা দেবেন তাঁরা? এই বিষয়টি নিয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা। মামলাকারীদের দাবি, যে বছর টেটে বেশি নম্বর পেয়েছেন, সেই বছরের সার্টিফিকেট জমা দিতে চান তাঁরা। কিন্তু নম্বর না জানার কারণে আবেদন করতে পারছেন না তাঁরা। এদিন মামলাটি শুনানি হয় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version