শীতের শিরশিরানি অনুভব হতেই সপরিবারে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’

0
1

শীতের শিরশিরানি অনুভব হতেই দেখা মিলল রয়্যাল ফ্যামিলির। সুন্দরবনে একসঙ্গে চার চারটি বাঘ দেখতে পেয়ে খুশি পর্যটকরা। সঙ্গে সঙ্গেই বাঘ দম্পতি ও দুই ছানার ছবি ক্যামেরা বন্দি করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

আরও পড়ুন:ফের সুন্দরবনে বাঘের হামলা! কাঁকড়া ধরতে যাওয়াই কাল মৎস্যজীবীর

সোমবার দুপুরে সুন্দরবনের সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারির অন্তর্গত পীরখালির জঙ্গলে একটি চরের উপর দু’টি শাবক-সহ বাঘিনিকে বসে থাকতে দেখেন পর্যটকরা। জানা গিয়েছে, সোমবার বেশ কিছু পর্যটক ও বন্যপ্রাণ আলোকচিত্রী যন্ত্রচালিত নৌকা ওই লঞ্চে সজনেখালি, দোবাঁকি, সুধন্যখালি এলাকায় ঘোরাঘুরি করছিলেন। হঠাৎই দোবাঁকির অদূরে পীরখালির জঙ্গলের কাছে তাঁরা একটি খাঁড়ির পাশে মা-সহ দুটি ব্যাঘ্র শাবককে বসে থাকতে দেখেন। অন্য একটি পর্যটক দল জোড়া বাঘ সহ এক শাবককে দেখতে পান। নেটমাধ্যমেও সেই ছবি ধরা পড়েছে। মরসুমের শুরুতেই বাঘের দর্শন পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। খুশি পর্যটন সংস্থাগুলিও।

সুন্দরবনকে  পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে রাজ্য। গেস্ট হাউজ, পরিবেশবান্ধব হোটেল, প্যাকেজ ট্যুরের পাশাপাশি বেড়েছে লঞ্চ পরিষেবাও।একদিকে সুন্দরবন ভারত তথা এশিয়ার বৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল। আর সেই জঙ্গলেই বাঘের বাস। তাই প্রাকৃতিক অসম্ভব সুন্দর দৃশ্যের সঙ্গে সঙ্গে বাঘের দেখা মিললে পর্যটন ব্যবসা আরও লাভজনক হবে বলে আশা করাই যায়।