Wednesday, August 27, 2025

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নাম উঠে এসেছে রাজ্যের বিএড কলেজগুলিরও। সিবিআই, ইডির তদন্তে বিএড কলেজগুলি থেকেও আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে প্রাথমিক ভাবে।এই অবস্থায় এবার দুর্নীতি নিয়ে কলেজগুলোকে সতর্কতা করা হল। রাজ্যের বিএড কলেজগুলিকে নজরদারি বাড়াতে কড়া নির্দেশ দেওয়া হল। রাজ্যের ৫৯৯ বিএড কলেজগুলিকে বিশেষ নির্দেশ বিএড বিশ্ববিদ্যালয়ের। প্রশিক্ষণ কোর্সে ভর্তি হলেই টেট পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এর ফলে অনেকেই ভর্তি হতে ছুটছেন বিএড কলেজগুলোর তুঙ্গে। এবারে কলেজগুলোর চাহিদা তুঙ্গে। এই সুযোগে অনেক কলেজ অসদুপায় উপায়ে বেশি টাকা নিচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। ফলে কড়া সতর্কবার্তা দেওয়া হল।

বিএড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘‘কোনও রকম টাকার লেনদেন যাতে না হয় সেদিকে আপনারা নজর রাখুন। এই ধরনের কোন অভিযোগ এলে বিশ্ববিদ্যালয় তার দায় নেবে না। আপনারা বিষয়টি নিয়ে সতর্ক থাকুন।’’

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নাম উঠে এসেছে বিএড কলেজগুলির। সিবিআই, ইডির তদন্তে বিএড কলেজগুলি থেকেও আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে প্রাথমিক ভাবে। এ বার তা নিয়েই সতর্ক ও রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। তার জন্য এ বার রাজ্যের বেসরকারি বিএড কলেজগুলিতে বিশেষ নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের।

রাজ্যের ৫৯৯ বিএড কলেজগুলিকে বিশেষ নির্দেশ বিএড বিশ্ববিদ্যালয়ের। এর আগে মানিক ভট্টাচার্য্যের সূত্রে একাধিক বিএড ও ডিএলএড কলেজের শিক্ষক দুর্নীতিতে নাম জড়ায়৷ নদিয়া জেলার বেসরকারি ডিএলএড ও বিএড কলেজে পাশ করিয়ে দেওয়ার নাম করে পড়ুয়াদের কাছ থেকে রিনিউয়ের জন্য পড়ুয়া প্রতি ৫০০ টাকা করে নিচ্ছিলেন৷ সেই নিয়ে তোলপাড় শুরু হয়৷

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version