Thursday, August 21, 2025

Morbi Bridge Collapse: ‘ঈশ্বরের ইচ্ছাতেই’ এত বড় দুর্ঘটনা! আদালতে দাবি ধৃত ম্যানেজারের

Date:

‘ঈশ্বরের ইচ্ছা’তেই (Will Of God) ঘটে গেছে মোরবি ব্রিজের (Gujrat Bridge) এত বড় দুর্ঘটনা, তিনিই প্রাণ নিয়েছেন প্রায় দেড়শো মানুষের। বুধবার আদালতে এমনটাই দাবি করলেন ওরেভা সংস্থার ম্যানেজার (Manager) দীপক পারেখ (Deepak Parekh)। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (Chief Judicial Magistrate) এবং অতিরিক্ত সিনিয়র সিভিল জজ এম জে খানের (M J Khan) এজলাসে পারেখের এমন দাবি শুনে রীতিমতো তাজ্জব গুজরাট সহ সমগ্র দেশবাসী। ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার (Arrest) করা হলেও এখনও বেপাত্তা ওরেভা সংস্থার (Oreva Company) শীর্ষকর্তারা। ব্রিজের রক্ষণাবেক্ষণে (Maintenance) এবং মেরামতিতে (Repair) গাফিলতি না থাকলে এমন দুর্ঘটনা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের। সেখানে সংস্থার ম্যানেজারের চোখে সবটাই কিনা “ভগবানের ইচ্ছা”।

তবে সরকার পক্ষের আইনজীবী অবশ্য পারেখের এই অবাক যুক্তি মানতে নারাজ। তাঁদের অভিযোগ, সংস্কারের সময় ঝুলন্ত সেতুর পুরনো কেবল (Cable) পরিবর্তন করা হয়নি। তার জেরেই ভার সহ্য না করতে পেরে রবিবার ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন সেতুটি। তিনি আরও বলেন, দুর্ঘটনার আসল কারণ ব্রিজের বেস আগের থেকে পলকা করে তৈরি করা হয়। শুধু তাই নয় যে ঠিকাদারদের এই কাজ দেওয়া হয়েছিল তাদের এই মোরবি ব্রিজ সারানোর কোনও যোগ্যতাই ছিল না। অযোগ্য হওয়ার পরেও ২০০৭ এবং ২০২২ পরপর দু’বার ওই ঠিকাদারদেরই মেরামতের দায়িত্ব দেওয়া হয়। তবে বুধবার ধৃতদের হয়ে আদালতে সওয়াল করেননি কোনও আইনজীবীই। মোরবি বার অ্যাসোসিয়েশন এবং রাজকোট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাঁদের কেউ ধৃতদের হয়ে মামলা লড়বেন না।

মোরবি ব্রিজ দুর্ঘটনায় বুধবারও মাচ্ছু নদীতে তল্লাশি অভিযান (Search Operation) চলছে। সরকার সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৩৬ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত বহু মানুষ। তবে সাধারণ মানুষ জানাচ্ছেন, মৃ*তের সংখ্যা ইতিমধ্যে ১৪০ ছাড়িয়ে গিয়েছে। গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনা। ইতিমধ্যে আমেদাবাদের ওরেভা সংস্থার ফার্মহাউসটি বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে প্রশ্ন উঠেছে, পুলিশের এফআইআর-এ ওরেভার উচ্চপদস্থ আধিকারিকদের নাম না থাকায়। ইতিমধ্যেই পলাতক ওরেভার ম্যানেজিং ডিরেক্টর (Managing Director) জয়সুখভাই প্যাটেল (Jaisukh Patel)। তাঁর খোঁজে জারি রয়েছে তল্লাশি।

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version