Thursday, December 18, 2025

T20 World Cup : বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও নীল জার্সির দাপট, শেষ বলে বাংলাদেশকে হারাল ভারত

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh)বিরুদ্ধে লড়াই করতে নামার আগে থেকেই ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricket) আত্মবিশ্বাস ছিল চনমনে। অ্যাডিলেডের (Adelaide)মাঠেও ধরা পড়ল সেই মেজাজ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি করলেও শেষ বলে বাজিমাত টিম ইন্ডিয়ার (Team India)। স্বপ্নের ফর্মে বিরাট ব্যাটিং (Virat Kohli),ছন্দে ফিরল রাহুলের (K L Rahul)স্টাইল, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডে (Hardik Pandya) যেন জয়ের রেকর্ড গড়তেই মাঠে নেমেছিলেন। ১৮৫ রানের লক্ষ্যমাত্রা বৃষ্টির কারণে কমে যায় অনেকটাই। তবুও লড়াই করে জেতা হল না বাংলাদেশের (Bangladesh)। ফের পরাজয় ভারতের (India) কাছে।

আবহাওয়া নিয়ে বারবার করে আশঙ্কা প্রকাশ করেছিলেন ক্রীড়া বিশেষজ্ঞরা (Sports Analyst)। মেঘলা আকাশে খেলা শুরুর মুহূর্তেই টসে হারেন রোহিত শর্মা (Rohit Sharma)। অবশ্য তাতে কিছু ক্ষতি হয় নি। বাংলাদেশ প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। রোহিতের কাছে সুযোগ ছিল এই ম্যাচে বড় রান করার। সেটা তিনি পারলেন না। শুরুতে বেশ কয়েকটা বল নষ্ট করে, চতুর্থ ওভারেই হাসান মাহমুদের বলে ক্যাচ আউট। রোহিত ফিরে যাওয়ার পর বিরাট কোহলি ক্রিজে এসে ধরতে একটু সময় নেন। সেই সময় স্কোরবোর্ড সচল রাখার কাজ করে যান রাহুলই। তাসকিন আহমেদকে একটু সমীহ করা ছাড়া আর নমনীয় হতে দেখা যায়নি তাঁকে । বাংলাদেশের প্রায় সব বোলারকেই আক্রমণ করেন তিনি। হাত খুলে ব্যাটিং করেন কোহলিও। অ্যাডিলেড বরাবরই বিরাটের পয়মন্ত মাঠ বলেই মনে করা হয় । সেই অ্যাডিলেডে ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন কিং কোহলি। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত রইলেন কোহলি। অন্যদিকে ৩২ বলে ৫০ রান করে সমালোচনার জবাব দিলেন রাহুল। বাংলাদেশকে ১৮৫ রান টার্গেট দিয়েছিল ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হলেও বৃষ্টির পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। অথচ বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। লিটন দাস (Litton Das) যেন ঠিক করেই রেখেছিলেন ভারতীয় বোলারদের উপরে শুরু থেকে শাসন করবেন। হঠাৎই বৃষ্টি এসে বাগড়া দিল খেলায়। লিটনের অর্ধশতরানের পরেই বৃষ্টি নামল।তখন বাংলাদেশের স্কোর ৬৬-০। প্রায় আধ ঘণ্টা খেলা বন্ধ থাকল। আর তাতেই যেন কাল হল বাংলাদেশের,বৃষ্টির পর ম্যাচ শুরু হতেই ছন্দপতন শাকিবদের । খেলায় ফিরেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ । বৃষ্টির জন্য ম্যাচের ওভার কমে যায়। জয়ের জন্য ৯ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৮৫ রান। কঠিন কাজ ছিল না। বাংলাদেশ এদিন অ্যডভান্টেজ ছিল। কিন্তু শেষমেশ স্বপ্নপূরণ আর হল না, বিশ্বকাপে আবার ভারতের কাছে হার বাংলাদেশের। শেষ বলে ৫ রানে বাংলাদেশকে হারিয়ে কার্যত টি২০ বিশ্বকাপের (T20 Mens World Cup 2022) সেমি ফাইনালে ভারত।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...