Wednesday, November 5, 2025

Afghanistan: শিক্ষার অধিকারের দাবিতে আন্দোলন! ছাত্রীদের চাবুক মারল তালি*বান

Date:

তালি*বানরা আফগানিস্তান (Afghanistan) দখল করার পর থেকেই সেখানকার মহিলাদের জীবনে চরম অন্ধকার নেমে এসেছে। শুধু দৈনিক জীবনযাপনই (Daily Life) নয়, শিক্ষাক্ষেত্রেও (Education) বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে আফগান মহিলাদের (Afghan Women)। রবিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) আফগানিস্তানের আরও একটি নৃশংস ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের (Afghanistan) বাদাখশান প্রদেশের বাদাখশান বিশ্ববিদ্যালয়ে (Badakhshan University)। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের এক তালি*বান নিরাপত্তারক্ষী (Security Personnel) গেটের সামনে জমায়েত করা মহিলা ছাত্রীদের চাবুক মারছে। ওই ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে শিক্ষার অধিকারের (Right to Education) দাবি জানাচ্ছিলেন। কিছুদিন আগেই বোরখা (Burkha) না পরে থাকায় তাঁদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তা নিয়ে আফগানিস্তানের উত্তর-পূর্বে অবস্থিত বাদাখশান বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থান করেছিলেন ছাত্রীরা। সেই অপরাধেই তাঁদের উপর নেমে আসে তালি*বানি অত্যাচার।

তবে শুধু চাবুকই নয়, তালি*বান নিরাপত্তারক্ষীর হাতে থাকা লাঠি, বন্দুকের বাঁট দিয়েও ছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে। এরপরই ছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁরা সেখান থেকে পালাতে ছুটতে শুরু করেন। যদিও বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাকিবুল্লা কাজিজাদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পড়ুয়াদের উদ্দেশে হিংসাত্মক হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। ছাত্রীদের উপর এমন অত্যাচার কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় সরিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচালকদের ঢোকার রাস্তা করে দিতে নিরাপত্তারক্ষীরা ব্যবস্থা নিয়েছিল। যদিও ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, চাবুক মারা হচ্ছে তাঁদের। ওই সময় ছাত্রীরা স্লোগান দিতে থাকেন, ‘শিক্ষার অধিকার চাই’।

তালি*বান সরকার ইতিমধ্যে মহিলাদের জন্য পোশাক বিধি (Dress Code) চালু করেছে। আফগান মহিলারা রাস্তায় বেরোলে তাঁদের নিকাব বা বোরখা পরা বাধ্যতামূলক। বিভিন্ন মানবাধিকার সংগঠনও বিষয়টি নিয়ে সরব হয়েছে। ক্ষমতা দখলের পর থেকেই মানবাধিকার সাঙ্ঘাতিক ভাবে লঙ্ঘিত হয়েছে। ক্ষমতায় আসার আগে যে সব প্রতিশ্রুতি তালি*বানরা দিয়েছিল তা বিন্দুমাত্র পালন করেনি বলে অভিযোগ। গত বছর অগাস্টেই আফগানিস্তানের দখল নেয় তালি*বানরা। তারপর থেকেই মহিলাদের উপর বিভিন্ন বিধিনিষেধ চাপানো হয়েছে। ষষ্ঠ শ্রেণির পর ছাত্রীদের স্কুলে যাওয়ার উপরও জারি নিষেধাজ্ঞা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version