Friday, January 9, 2026

সিএএ নিয়ে কেন বিভ্রান্তিকর প্রচার শুভেন্দু জবাব দিন, তোপ কুণালের

Date:

Share post:

সিএএ চালু হয়ে গেল বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে গতকাল থেকে যে প্রচার করছেন, তাকে তোপে উড়িয়ে দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, আগে শুভেন্দু জবাব দিন ২০২০ পর্যন্ত বিরোধিতা করে ‘বিজেপি হটাও দেশ বাঁচাও’ বলার পর হঠাৎ এখন সিএএ চালু নিয়ে কেন সওয়াল করছেন? এটা ‘কুমির ছানার গল্প’ বলে কটাক্ষ করে কুণালের সাফ কথা, গুজরাটের সেতু বিপর্যয় থেকে নজর ঘোরাতেই এইসব বলা হচ্ছে।এটার কোনও বাস্তব ভিত্তি নেই। যারা ওপার বাংলা থেকে এসেছেন তারাও জানেন যে তারা এখানে নাগরিকত্ব পেয়েছেন। ভোটার তালিকায় তাদের নাম আছে, চাকরি করতে পারেন, সরকারি চাকরি করতে পারেন, ভোটে দাঁড়াতে পারেন, বিভিন্ন সরকারি জায়গায় দায়িত্ব নিতে পারেন। এই ব্যাপারটা তো আইনেই রয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল কার্যত ধুয়ে দিলেন শুভেন্দুকে। তিনি বলেন, এমনই বিরোধী দল নেতা যে কোনও কিছু বুঝলোই না, অথচ সবার আগে ‘তিরিং বিরিং-তিরিং বিরিং’ করে সিএএ চালু হয়েছে বলে প্রচার শুরু করেছে।জানেনই না যে সিএএ চালুই হয়নি। যে আইন দিয়ে কেন্দ্র এটা করেছে সেটা সম্ভবত ১৯৫৫ সালের একটা আইন। যার ভিত্তিতে এটা করা হয়েছে তার সঙ্গে সিএএর কোনও সম্পর্কই নেই।। হঠাৎ অতি উগ্র বিজেপি সাজতে গিয়ে এইসব নাটক।
কুণাল এদিন স্মরণ করিয়ে দেন,২০২০-র নভেম্বর পর্যন্ত এই শুভেন্দু বলেছে সিএএ হতে দেবো না, মোদি হাটাও দেশ বাঁচাও। যেই সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপিতে গেল, এখন বলছে সিএএ চালু হোক।কত বড় বিভ্রান্তিকর মিথ্যাচার। এই শুভেন্দু অধিকারীর কথা কেউ বিশ্বাস করবেন? কোনও কিছু না জেনেই লাফাতে লাফাতে বলছে, সিএএ চালু হয়ে গেল পরে বাংলাতেও চালু হবে ! কেন্দ্রীয় সরকার যে আইন দিয়ে এটা ঘোষণা করেছে তাতেও বহু ফাঁক আছে। তার সঙ্গে সিএএ-র কোনও সম্পর্কই নেই। এটা ১৯৫৫ সালের একটা আইনের উপর দাঁড়িয়ে গোঁজামিল দিয়ে তৈরি করা হয়েছে। শুভেন্দুর তো ক্ষমা চাওয়া উচিত।একজন বিরোধী দলনেতা সরকারি আইন জানে না। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে?এমনই বিরোধী দলনেতা যে সরকারের ঘোষণাকে বিকৃত করে প্রচার করছে।
একজন বিরোধী দলনেতা সরকারের কোন আইন পাশ হয়েছে আর কোন আইন তৈরি হচ্ছে তার কোনও তাল জ্ঞান নেই। শুধুমাত্র সবার আগে কথা বলতে হবে বলে বিভ্রান্তিকর প্রচার করছে।

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...