Friday, December 19, 2025

ক‍্যানসার আক্রান্ত জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু হতে চলেছে ২০২২ কাতার বিশ্বকাপ। কিন্তু তার আগে জোর ধাক্কা জার্মান শিবিরে। ত্বকের ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার। বুধবারই প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর খবর। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা গোলরক্ষক।

সম্প্রতি নুয়্যার এবং টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবের একটি স্কিন কেয়ার ক্রিম প্রকাশ করেছেন। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ন্যুয়ের। সেখানেই তিনি স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ভিডিওটিতে নুয়্যার বলেন,”আমি ত্বকের ক্যানসারে আক্রান্ত। তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে আমাকে। অ্যাঞ্জেলিক আক্রান্ত সূর্যের রশ্মির প্রভাবে হাইপারপিগমেন্টেশনে। আসলে আমরা খেলোয়াড়রা সারাদিন রোদে অনুশীলন করি। তাই সান প্রোটেকশন দরকার। আমাদের দু’জনেরই চর্মরোগের ইতিহাস রয়েছে। এই কারণে আমরা সূর্যের রশ্মি থেকে সব সময় বাঁচার চেষ্টা করি। কোনও রকম আপস করি না আমরা। ত্বকের বিশেষ যত্ন নিতে হয় আমাদের। আমাকে সূর্যের রশ্মির মধ্যেই অনুশীলন করতে হয়। খেলতেও হয়।  তাই আমাকে সব সময় সতর্ক থাকতে হয়।”

জার্মানি এবং বায়ার্নের হয়ে নিয়মিত ভাল পারফরম্যান্স করে ফুটবল মহলে অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন নুয়্যার । কিন্তু তিনি যে বেশ কিছুদিন ধরে এই মারণ রোগে আক্রান্ত তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তবে ক্যানসার আক্রান্ত হলেও ন্যুয়ার আগামী কাতার বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী। ন‍্যুয়ার নিজেই জানিয়েছেন, বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...