Wednesday, November 12, 2025

ক‍্যানসার আক্রান্ত জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার

Date:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু হতে চলেছে ২০২২ কাতার বিশ্বকাপ। কিন্তু তার আগে জোর ধাক্কা জার্মান শিবিরে। ত্বকের ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার। বুধবারই প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর খবর। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা গোলরক্ষক।

সম্প্রতি নুয়্যার এবং টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবের একটি স্কিন কেয়ার ক্রিম প্রকাশ করেছেন। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ন্যুয়ের। সেখানেই তিনি স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ভিডিওটিতে নুয়্যার বলেন,”আমি ত্বকের ক্যানসারে আক্রান্ত। তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে আমাকে। অ্যাঞ্জেলিক আক্রান্ত সূর্যের রশ্মির প্রভাবে হাইপারপিগমেন্টেশনে। আসলে আমরা খেলোয়াড়রা সারাদিন রোদে অনুশীলন করি। তাই সান প্রোটেকশন দরকার। আমাদের দু’জনেরই চর্মরোগের ইতিহাস রয়েছে। এই কারণে আমরা সূর্যের রশ্মি থেকে সব সময় বাঁচার চেষ্টা করি। কোনও রকম আপস করি না আমরা। ত্বকের বিশেষ যত্ন নিতে হয় আমাদের। আমাকে সূর্যের রশ্মির মধ্যেই অনুশীলন করতে হয়। খেলতেও হয়।  তাই আমাকে সব সময় সতর্ক থাকতে হয়।”

জার্মানি এবং বায়ার্নের হয়ে নিয়মিত ভাল পারফরম্যান্স করে ফুটবল মহলে অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন নুয়্যার । কিন্তু তিনি যে বেশ কিছুদিন ধরে এই মারণ রোগে আক্রান্ত তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তবে ক্যানসার আক্রান্ত হলেও ন্যুয়ার আগামী কাতার বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী। ন‍্যুয়ার নিজেই জানিয়েছেন, বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version