Thursday, November 13, 2025

মধ্যপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃ*ত ১১

Date:

মধ্যরাতে ভয়াবহ পথদুর্ঘটনা । বৃহস্পতিবার রাতে বাসের সঙ্গে এসইউভির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১১ জনের। আহত আরও ১। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়।

আরও পড়ুন:লখিমপুর খেরিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮, আহত ২৫

পুলিশ সূত্রে জানানো হয়েছে,  মহারাষ্ট্রের অমরাবতীতে কাজ করতে গিয়েছিলেন ওই ১১জন শ্রমিক। বৃহস্পতিবার তারা মধ্যপ্রদেশে ফিরে আসছিলেন তাঁরা। কিন্তু তার আগেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়।  দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় ঝালর থানার পুলিশকর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

পুলিশ তরফে জানানো হয়, মধ্যপ্রদেশের বেতুল জেলার ঝালর থানার কাছে রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, গুডগাঁও ও বৈদেহির মাঝে একটি জায়গায় দাঁড়িয়েছিল বাসটি। এমনসময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি আচমকাই বাসটিতে ধাক্কা মারে। বাসটি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, গাড়িটির অভিঘাত এতটাই জোরে ছিল যে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারাই বিকট শব্দ শুনে ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। সাতজনকে বের করা সম্ভব হলেও, গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে বাকিদের দেহ উদ্ধারের জন্য গাড়িটিকে কাটতে হয়। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদনন্তের জন্য পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা কর হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...
Exit mobile version