Friday, August 22, 2025

না হল না। শুক্রবারও হতাশ থাকতে হল ইস্টবেঙ্গল সমর্থকদের। ডার্বির ম‍্যাচের হারের পর শুক্রবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নেমেছিল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। কিন্তু সেই ম‍্যাচে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইয়ানের হয়ে একমাত্র গোলটি করেন ভাফা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাপায় ইস্টবেঙ্গল এফসি। শুরুতেই একটি সুযোগ মিস করেন দোহাটি। ভিপি সুহেরের পাশ দেওয়া বল গোলে রাখতে পারেননি দোহাটি। এরপর পাল্টা আক্রমণ চালায় চেন্নাইয়ান। শুরুতে ইস্টবেঙ্গল আক্রমণ চালালেও পরের দিকে ম্যাচে আক্রমণের ঝাঁঝ বাড়ায় চেন্নাইয়ান। দুই দলই কিছু সুযোগ তৈরি করে, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। তবে ম‍্যাচের ২১ মিনিটে ভিপি সুহের প্রায় ফাঁকা গোল মিস করেন। গোলের সামনে গিয়ে দেবজিৎ-কে একা পেয়েও তিন কাঠিতে বল রাখতে পারেননি সুহের। এরপরই সহজ সুযোগ মিস করেন ক্লেটন। পাল্টা আক্রমণ চালায় চেন্নাইয়ান। বারবার আক্রমণ প্রতি আক্রমণ চালায় দু’দল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কেউ। যার ফলে প্রথমার্ধে শেষ হয় গোলশূন‍্য ভাবে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় চেন্নাইয়ান। একের পর এক আক্রমণ চালায় চেন্নাইয়ান। যার ফলে ম‍্যাচের ৬৯ মিনিটে গোল করে চেন্নাইয়ানকে এগিয়ে দেন ভাফা। তবে গোল করার পরেই দুটো হলুদ কার্ড দেখে তিনি। গোলের পর জার্সি খুলে সেলিব্রেশন করা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। দশ জনের চেন্নাইয়ানকে আক্রমন করতে না করতে দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লাল-হলুদের সার্থক গুলোই। অনিরুদ্ধ থাপাকে ফাইল করেন তিনি। এরপর বেশ কিছু পরিবর্তন করেন স্টিফেন। তবে কাজের কাজ কিছু হয়নি। শেষমেষ ১-০ গোলেই হারের মুখ দেখে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:বেআইনিভাবে BCCI-এর সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভকে, মামলা কলকাতা হাইকোর্টে : সূত্র

 

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version