Tuesday, November 11, 2025

প্রাথমিক টেটে রেকর্ড আবেদন, পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ !

Date:

Share post:

প্রাথমিকে টেট (Primary TET) পরীক্ষায় রেকর্ড আবেদন। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education) । গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ১২ টায় শেষ হয়েছে আবেদনের সময়সীমা। শুক্রবার সকালেই এই তথ্য সামনে এসেছে। এর মাঝেই বড় ঘোষণা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। ২০২২ নিয়োগ প্রক্রিয়ায় এবার লক্ষাধিক অনুত্তীর্ণকে ফর্ম পূরণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি (Judge)। ২০১৪ এবং ২০১৭ সালের অনুত্তীর্ণরাও এই নিয়োগে সুযোগ পাবেন। অর্থাৎ পরিসংখ্যান বলছেন ১১ হাজারেরও বেশি শূন্য পদের জন্য ৭ লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে। ২০১৭ সালের টেট (TET)পরীক্ষায় বসার জন্য যতজন আবেদন করেছিলেন, ইতিমধ্যেই সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে এবারের ২০২২ -এর আবেদনকারীর সংখ্যা।

আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)সঙ্গে বৈঠক করেন সংসদ সভাপতি গৌতম পাল (Gautam Paul)। এরপরেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা পরীক্ষা হবে বলে পর্ষদ সূত্রে জানা গেছে। এর আগে ২০১৭ সালে আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লক্ষ। মূলত ১১ হাজার শূন্যপদের জন্য শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। সেই পরীক্ষার জন্যই আবেদনকারীর সংখ্যা এবার প্রায় ৬ লক্ষ ৯০ হাজার। ইতিমধ্যেই টেটের জন্য পর্ষদের গাইডলাইন প্রকাশ হয়েছে। পাশাপাশি সিলেবাস থেকে নমুনা প্রশ্ন সবটাই প্রকাশ করেছে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে এবার থেকে প্রত্যেক বছর টেট হবে, বছরে দু’বার নিয়োগ হবে। টেট ও নিয়োগ সংক্রান্ত কাজে কোনও তদন্ত হলে তিনি সহযোগিতা করবেন। তবে তিনি এও জানিয়েছেন যে টেট পাশ করা মানে চাকরি নয়। এই প্রথম বিএড ও ডিএলএড পাঠরতরাও (যারা এখনও ডিগ্রি পায়নি) টেটে বসতে পারছেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসার পরেও বিপুলভাবে পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের চাকরি প্রার্থীরা। সর্বোপরি প্রাথমিক শিক্ষা পর্ষদ নানা বিতর্কে বিদ্ধ হলেও আজও পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরিকে পাখির চোখ রেখে এগিয়ে চলেছেন তা বলাইবাহুল্য। আর ঠিক সেই কারণেই টেট পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা বেড়েই চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...