Wednesday, November 5, 2025

SSC Recruitment : স্কুলে স্কুলে নিয়োগ শুরু ! প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার

Date:

প্রত্যাশামত স্কুলে স্কুলে শুরু নিয়োগ, প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার (Government of West Bengal) । পুজোর আগেই নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, এবার এক মাস যেতে না যেতেই কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এবার হাসি ফুটল এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা (Physical Education and Vocational Education) চাকরি প্রার্থীদের মুখে।

প্রাথমিক টেটে রেকর্ড আবেদন, পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ !

পুজোর আগেই বিজ্ঞাপন দিয়ে ‘সুপার নিউমেরিক্যাল’ (Super Numerical) ভাবে তৈরি শূন্য পদগুলিতে নিয়োগের কথা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। মূলত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের জন্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের জন্য এই পদ তৈরি করা হয়েছিল। এই বিষয়ে আলোচনা করে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনও নেওয়া হয়েছিল। শারীরশিক্ষার জন্য ৮৫০ টি ও কর্মশিক্ষার জন্য ৭৫০ টি শূন্যপদ মূলত বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের জন্যই তৈরি করা হয়েছিল। প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের ১৬০০ -রও বেশি শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া আগামী ১০ নভেম্বর থেকে শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন । মূলত, এই কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে স্কুল বাছাই ও নিয়োগ পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এসএসসি। কমিশনের তরফ থেকে বলা হয়েছে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যারা ওয়েটিং লিস্টে ছিলেন, তাঁরা এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন । কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীদেরও চাকরি দেওয়ার তৎপরতা শুরু করছে এসএসসি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version