Friday, November 14, 2025

Dengue Update: চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা, আক্রান্ত তৃণমূল সাংসদের পরিবার

Date:

রাজ্য জুড়ে ডেঙ্গির (Dengue) রক্তচক্ষু। শুক্রবার পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি। পজিটিভের শীর্ষে শহর কলকাতা (Kolkata)। সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে উত্তর ২৪ পরগনায়। এর মাঝেই ডেঙ্গি (Dengue) রিপোর্ট পজিটিভ এসেছে আরামবাগের (Arambag) তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী এবং মেয়ের ৷ যদিও সাংসদের নিজের ডেঙ্গি রিপোর্ট নেগেটিভ এসেছে৷ মানুষ সচেতন না হলে এই রোগের মোকাবিলা করা প্রায় অসম্ভব মনে করছে স্বাস্থ্য ভবন (Swasthya bhawan)।

ক্রমাগত চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। এবার তৃণমূল সাংসদের পরিবার ডেঙ্গির কবলে পড়ল। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী এবং দু বছরে মেয়ে রিষড়ার একটি নার্সিং হোমে ভর্তি রয়েছেন ৷ তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। সাংসদ দাবি করেছেন যে কিছুদিন আগে হায়দ্রাবাদে ঘুরতে গিয়েছিলেন তাঁরা৷ সেখান থেকে ফেরার পরই পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন৷ চিকিৎসকের পরামর্শে তিন জনেরই রক্ত পরীক্ষা করা হলে তাঁর স্বামী এবং শিশুকন্যার ডেঙ্গি ধরা পড়ে ৷ অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন সাধারণ ছাপোষা লোক থেকে শুরু করে চিকিৎসক পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সকলেরই মৃত্যুর খবর এসেছে। এটা যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলছেন মানুষের মধ্যে সচেতনতা না এলে কোনোভাবেই এই রোগের মোকাবেলা করা সম্ভব নয়। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে প্রাথমিক পর্যায়ে অবহেলার জেরেও রোগীর মৃ*ত্যুর ঘটনা ঘটেছে। পরিস্থিতির দিকে করা পরিস্থিতির দিকে নজর রাখছে পুরসভা – প্রশাসন সবাই। মেয়রের দাবি মানুষ সচেতন না হলে যেখানে যেই সরকার থাকুক, ডেঙ্গি আটকাতে পারবে না।

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version