Thursday, August 28, 2025

রবিবার সকাল সাড়ে ৭টায় পরিবারকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে যান আলিয়া ভাট। চিকিৎসকদের অনুমান, আজই সন্তানের জন্ম দিতে পারেন অভিনেত্রী। শোনা যাচ্ছে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে আলিয়াকে।

আরও পড়ুন:

কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, নভেম্বরেই আলিয়ার ডিউ ডেট।বিষয়টি নিয়ে বেশ চর্চাও হয়েছিল। এবার সেই রটনা সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে কী রবিবারই জন্ম নেবে জুনিয়র কপুর?এদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রথম সন্তানকে নিয়ে অসম্ভব উচ্ছ্বসিত পরিচালক ও আলিয়ার বাবা মহেশ ভাট। দাদু হওয়ার অপেক্ষা আর সইছে না তাঁর।সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মহাশ ভাট জানান, ‘আরেকটা সূর্য ওঠার অপেক্ষায়, জীবনে নতুন ভোর দেখব আমরা।’

প্রসঙ্গত, বিয়ের আগে পাঁচ বছর প্রেম করেছেন রণবীর এবং আলিয়া।  তারপর বিয়ের পিঁড়িতে বসেন দু’ জনে। গত ২৭ জুন প্রেগন্যান্সির ঘোষণা করেন আলিয়া ভাট। যা দেখে চমকে উঠেছিল গোটা দেশ। আলট্রাসাউন্ড সেশনের একটি ছবি পোস্ট করে ভাট কন্যা লেখেন, “আওয়ার বেবি… কামিং সুন।” ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তঃসত্ত্বা আলিয়া বিশেষ ভাবে শরীরের যত্ন করেছেন।বিশ্রাম নিয়েছেন ঠিকই। সেই সঙ্গে সকালে উঠে নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চাও জারি রেখেছেন। যাতে সন্তান প্রসব মসৃণ ভাবে হয়। জানা গিয়েছে, প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম দিতে চান নায়িকা। ছুরি-কাঁচির ঝঞ্ঝাটে যেতে চাইছেন না। অনেকেই বলেন, সিজারিয়ান ডেলিভারি দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলে শরীরে। তাই নরম্যাল ডেলিভারি চান আলিয়া।

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...
Exit mobile version