Sunday, August 24, 2025

বাংলায় এসে চরম অস্বস্তির মধ্যে এবার দিল্লির ক্রিকেটার (Delhi Cricketer)। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police Station)। ধৃতদের আজ রবিবার বারাসাত আদালতে (Barasat Court)তোলা হবে বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য চলতি মাসের ২ তারিখে দিল্লির ক্রিকেটার বৈভব কাণ্ডপাল (Vaibhav Kandpal) বাগুইআটি থানায় অভিযোগ করেন। তিনি জানান দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট (Syed Mushtaq Ali Tournament) খেলতে গত মাসের ২৯ তারিখ বাংলায় আসেন তিনি। সল্টলেকের একটি অভিজাত হোটেলেই ছিলেন ওই তারকা। একটি ডেটিং সাইটের (Dating Site) মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ। এরপর সে চলতি মাসের ১ তারিখ বাগুইআটির ৪৪ নং বাসস্ট্যান্ডে তাঁর সঙ্গে দেখা করতে গেলে সেখান থেকে চার যুবক তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে তাঁর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাঁকে বিবস্ত্র করে ছবি তোলা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁর কাছ থেকে অনলাইনে প্রায় ৬০ হাজার টাকা সহ মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যান অভিযুক্তরা। এরপর ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তাঁকে বাগুইআটির জগৎপুর এলাকায় এনে ছেড়ে দেন। এরপর তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, শুধু ক্রিকেটার নন, ধৃতরা আরও অনেককে এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। মূল অভিযুক্ত এখনও অধরা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version