Monday, August 25, 2025

বাংলায় এসে চরম অস্বস্তির মধ্যে এবার দিল্লির ক্রিকেটার (Delhi Cricketer)। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police Station)। ধৃতদের আজ রবিবার বারাসাত আদালতে (Barasat Court)তোলা হবে বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য চলতি মাসের ২ তারিখে দিল্লির ক্রিকেটার বৈভব কাণ্ডপাল (Vaibhav Kandpal) বাগুইআটি থানায় অভিযোগ করেন। তিনি জানান দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট (Syed Mushtaq Ali Tournament) খেলতে গত মাসের ২৯ তারিখ বাংলায় আসেন তিনি। সল্টলেকের একটি অভিজাত হোটেলেই ছিলেন ওই তারকা। একটি ডেটিং সাইটের (Dating Site) মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ। এরপর সে চলতি মাসের ১ তারিখ বাগুইআটির ৪৪ নং বাসস্ট্যান্ডে তাঁর সঙ্গে দেখা করতে গেলে সেখান থেকে চার যুবক তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে তাঁর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাঁকে বিবস্ত্র করে ছবি তোলা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁর কাছ থেকে অনলাইনে প্রায় ৬০ হাজার টাকা সহ মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যান অভিযুক্তরা। এরপর ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তাঁকে বাগুইআটির জগৎপুর এলাকায় এনে ছেড়ে দেন। এরপর তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, শুধু ক্রিকেটার নন, ধৃতরা আরও অনেককে এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। মূল অভিযুক্ত এখনও অধরা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version