Tuesday, November 4, 2025

ইডির (ED)জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। দিল্লি থেকে ফেরার পরই তাঁকে গ্রেফতার করল পুলিশ। ঠিক কী কারণে এই গ্রেফতার তা নিয়ে রীতিমত ধোঁয়াশা তৈরি হয়েছে। গরুপাচার (cow s*muggling case)কাণ্ডে অনুব্রত মণ্ডলের সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইডির ডাকে আজ ফের দিল্লিতে ইডির দফতরে আধিকারিকদের মুখোমুখি হতে হয় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal) ও বীরভূমের একাধিক রাইস মিলের মালিক রাজীব ভট্টাচার্যকে। ঠিক তারপরেই এই গ্রেফতারি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

গরু পাচার কাণ্ডে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। আপাতত তিনি আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। তিহার জেলে ১৪ দিনের জন্য পাঠানো হয়েছে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে । আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির কারণেই সিবিআইয়ের হাতে গ্রেফ্তার হতে হয় সায়গলকে। এবার সেই তদন্তে বীরভূমে তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে নানুরের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খানের বাড়িতে। চালের আরতদার মোক্তার শেখের বাড়িতেও যায় ইডি। আর ইডির তৃতীয় গন্তব্য ছিল সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি। এর আগেও একাধিকবার ইডির জেরার মুখে পড়তে হয়েছিল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও বীরভূমের একাধিক রাইস মিলের মালিক রাজীব ভট্টাচার্যকে। গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করার পরেই তদন্তকারীরা একাধিক জায়গায় হানা দেয়। এদের মধ্যে টুলু ও রাজীবের বাড়িতেও হানা দিয়েছিলেন আধিকারিকরা। এবার গ্রেফতার টুলু মণ্ডল। রবিবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version