Saturday, May 3, 2025

হাওড়া পুরসভা নির্বাচন: ফিরহাদের ইঙ্গিতের পর ওয়ার্ড তালিকা প্রকাশের সিদ্ধান্ত

Date:

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) রবিবার ইঙ্গিত দিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের(Panchayat Election) সঙ্গেই হাওড়ার পুরভোট(Howrah Municipality) হতে পারে। আসন পুনর্বিন্যাসের পরেই হাওড়ায় পুরভোট হতে পারে বলে জল্পনা ছিল। এদিকে সেই পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন হয়েছে। পুরসভার ৫০টি ওয়ার্ড ৬৬ করা হয়েছে ভেঙে। কোন ওয়ার্ডের এলাকা কতটা হবে, তা নিয়ে শীঘ্রই তালিকা প্রকাশিত হবে বলে সোমবারের সর্বদল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নির্বাচনের প্রথম ধাপ বলে মনে করছে রাজনীতি।

উন্নয়নের মাপকাঠিতে হাওড়ার যে সমস্ত জায়গায় বাসিন্দারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন সেখানে সরকারি সুবিধা পৌঁছে দিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই পুনর্বিন্যাস নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিরোধীদের। তাঁদের বক্তব্য ছিল, সঠিক পদ্ধতি মেনে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়নি। যদিও শেষমেশ ওই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তবে সোমবারের বৈঠকে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত জানানো হয় বিরোধীদের। হাওড়ার মহকুমাশাসক তরুণ ভট্টাচার্য জানান, বিরোধীদের সমস্ত অভিযোগ বিবেচনা করে সঠিক পদ্ধতি মেনেই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। জানা গিয়েছে, ৫০ টি ওয়ার্ডের পরিবর্তে এবার হাওড়ায় ৬৬ টি ওয়ার্ড করা হয়েছে হাওড়া পুরসভায়।

উল্লেখ্য, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের জেরে ২০১৮ সাল থেকে আটকে রয়েছে হাওড়া পুরসভার নির্বাচন। ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলে আগেই জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ। তিনি বিলে স্বাক্ষর করলেই ভোটের জন্য প্রস্তুতি নেবে কমিশন। তার আগেই সেরে ফেলা হল পুর্নবিন্যাসের কাজ।

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version