Sunday, August 24, 2025

৩৫ বছরের এক যুবকের মৃ*তদেহ নিয়ে রাস্তায় ফুটবল! মহারাষ্ট্রের (maharastra) ঘটনায় শিউরে উঠছেন সকলেই। সোমবার রাতে ৩৫ বছর বয়সী মহেশ মেশরাম:(Mahesh Meshram) নামের এক যুবককে ১০ থেকে ১৫ জন মিলে হ*ত্যা করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মৃতের শি*রোচ্ছেদ করে কাটা মু*ন্ডু নিয়ে রাস্তায় ফুটবল (football) খেললেন আততায়ীরা, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

অবিশ্বাস্য, ঠিক যেন সিনেমার মতো। রাস্তায় যুবককে খু*ন করে তাঁর শি*রোচ্ছেদ করার মতো ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুর (chandrapur)এলাকায়। মৃ*ত মহেশ মেশরাম একাধিক ফৌজদারী মামলায় অভিযুক্ত ছিলেন এবং সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন সোমবার রাতে মহেশের মৃ*তদেহ রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে ছিল। দেহ থেকে মাথা প্রায় ৫০ মিটার দূরে ছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন। অভিযুক্ত এবং নিহতদের মধ্যে ঠিক কী কারণে বিবাদ হয়েছিল তা এখনও স্পষ্ট নয় । তবে এই ঘটনায় আঙুল উঠছে মহারাষ্ট্র সরকারের দিকে। প্রকাশ্য রাস্তায় এমন নৃশংস ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ স্থানীয়রা।।সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। কিছুদিন আগে পর্যন্ত টালমাটাল পরিস্থিতি ছিল মহারাষ্ট্রে। উদ্ভব ঠাকরেকে সরিয়ে বিজেপির (BJP) সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে (Eknath Shindey)। চেয়ারে বসার পর সবার আগে তিনি আইন শৃঙ্খলা মজবুত করার কথা বলেছিলেন। সেই সরকারের আমলে এত নৃশংস ঘটনা কী ভাবে ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছে শিন্ডে বিরোধিরা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version