Thursday, November 13, 2025

রাস উপলক্ষ্যে শান্তিপুরে গোস্বামী বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী, আরতি করবেন বিগ্রহকে

Date:

বর্তমানে নদিয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের তাঁর নদিয়া সফর খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন
জনসভা শেষে রাস উপলক্ষ্যে শান্তিপুরে গোস্বামী বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। আরতি করবেন বিগ্রহকে। পাশের মঞ্চ থেকে বক্তব্যও রাখবেন তিনি। মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে তৈরি শান্তিপুরের গোস্বামী পরিবারও। নেত্রীকে আপ্যায়নে কোনও খামতিই রাখা হচ্ছে না।

আজ দুপুরে ১টায় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করবেন তৃণমূল নেত্রী। এই সভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগম হবে। নদিয়ার দুই সাংগঠনিক জেলা থেকেই নেত্রীর বক্তব্য শুনতে আসবেন বহু মানুষ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। মৃৎশিল্পের শহর কৃষ্ণনগর থেকেই মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি ফেলবেন বলে করছে রাজনৈতিক মহল। সেই মতো মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি।

এদিনের সভা শেষ করেই মুখ্যমন্ত্রী চলে যাবেন শান্তিপুরের রাসে যোগ দিতে। বিজয়কৃষ্ণ গোস্বামী পরিবারের পুজোয় যাবেন। গোস্বামী পরিবারের শ্যামসুন্দর জিউ মন্দিরের বিগ্রহে আরতি করবেন। পাশের মঞ্চ থেকে বক্তব্যও রাখবেন তিনি। এমনকী বড় গোস্বামী বাড়ি ও রাসমঞ্চে যাবেন। সেখানেও পুজো করার কথা মুখ্যমন্ত্রীর। তারপর কৃষ্ণনগর ফিরবেন। আগামিকাল, বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version