Sunday, November 2, 2025

মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-এস’

Date:

এক নতুন অধ্যায়ের সূচনার সাক্ষী হতে চলেছে ভারতবাসী। মহাকাশে(Space) পাড়ি দিতে চলেছে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট। হায়দ্রাবাদের বেসরকারি সংস্থা ‘স্কাইরুট এরোস্পেস’-এর(Skyroute aerospace) তৈরি এই রকেটটির নাম দেওয়া হয়েছে ‘বিক্রম-এস'(Vikram S)। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১২ থেকে ১৬ই নভেম্বরের মধ্যে রকেটটি উৎক্ষেপণ করা হবে।

বিখ্যাত গবেষক ও মহাকাশ অভিযানের প্রাণপুরুষ বিক্রম সারাভাইয়ের নামানুসারে রকেটটির নামকরণ করা হয়েছে ‘বিক্রম-এস’। ‘স্কাইরুট এরোস্পেস’-এর
এই উৎক্ষেপণ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্রারম্ভ’। সংস্থার তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা থেকেই রকেটটি উৎক্ষেপণ করা হবে।

রকেট প্রস্তুতিতে ‘স্কাইরুট’-কে সাহায্য করেছে কেন্দ্রীয় মহাকাশ গবেষণা সংস্থা। এজন্য ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন বেসরকারি সংস্থার সিইও। সংস্থার সিইও পবনকুমার চন্দানা সংবাদমাধ্যমকে জানান, “১২ থেকে ১৬ তারিখের মধ্যে আমাদের সময় দেওয়া হয়েছে। আবহাওয়ার দিকে নজর রেখে রকেট উৎক্ষেপণের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।”

‘বিক্রম-এস’ রকেটটির নির্মাতা সংস্থা ‘স্কাইরুট’ তাদের বিবৃতিতে জানিয়েছে, এটি একটি একক পর্যায়ের সাব-অরবিটাল রকেট। বিক্রম সিরিজের অন্য রকেটগুলির প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে সাহায্য করবে এই রকেট।

ভারতের মহাকাশ গবেষণা ইসরোর ভূমিকা গোটা বিশ্বের কাছে ঈর্ষণীয়। সেখানেই এই প্রথমবার বেসরকারি সংস্থার উদ্যোগে মহাকাশের রকেট উৎক্ষেপণ হতে চলেছে।

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...
Exit mobile version